বাংলা হান্ট ডেস্কঃ বিজেপির (Bharatiya Janata Party) ‘নবান্ন অভিযান’ ঘিরে সরগরম রাজনৈতিক প্রেক্ষাপট আর এবার সেই আঁচ গিয়ে পৌঁছলো শিক্ষা প্রাঙ্গণেও। রাজনৈতিক দলের মিছিলে যাবেন বলে এদিন স্কুল ছুটি ঘোষণা করেন প্রধান শিক্ষক। বর্তমানে এহেন গুরুতর অভিযোগ সামনে উঠে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র।
ঘটনাটি আমতার। এলাকায় অবস্থিত উদং প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষকের কর্মকাণ্ডে বর্তমানে শোরগোল ছড়িয়ে পড়েছে সর্বত্র। এলাকায় বিজেপি সমর্থক হিসেবে পরিচিত পিন্টু পাড়ুই নামে ওই ব্যক্তি এদিন স্কুল ছুটি ঘোষণা করেন।
সূত্রের খবর, গতকাল পঠন পাঠন চলাকালীন প্রধান শিক্ষক জানান, “আগামীকাল স্কুল ছুটি থাকবে।” অবশ্য এক্ষেত্রে ছুটির কারণ প্রসঙ্গে তিনি খোলসা করেননি। তবে অভিভাবকদের দাবি, এক্ষেত্রে বিজেপির নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্যই স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নেন ওই ব্যক্তি।
শুধু তাই নয়, অতীতেও একাধিক সময় স্কুলে গরহাজির থাকেন প্রধান শিক্ষক। এ সকল বিষয় সামনে এনে এদিন বিক্ষোভ প্রদর্শন করে অভিভাবকদের একাংশ। স্কুল গেটের সামনে বিক্ষোভের ফলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও এই প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া মেলেনি।
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে এদিন নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। সকাল থেকেই বাংলার বিভিন্ন প্রান্তে একাধিক বিশৃঙ্খলার ছবি সামনে এসে চলেছে। দিকে দিকে গন্ডগোল এবং পুলিশের সঙ্গে হাতাহাতির ফলে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মাঝেই আমতায় স্কুলের প্রধান শিক্ষকের বিচিত্র কর্মকাণ্ডের দ্বারা সৃষ্টি হল নয়া বিতর্কের।