বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকালই বিসিসিআইয়ের তরফ থেকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজের সাথে সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াড ঘোষণা করে দেওয়া হয়েছে। ভারতীয় নির্বাচকরা এই দল নির্বাচন করতে গিয়ে বেশ কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছেন যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই দল গঠনের দু একটি বিষয় নিয়ে খুশি নন খুব একটা। তারা সংবাদমাধ্যমের কাছে নিজেদের মতামত জানাতে শুরু করে দিয়েছেন।
এশিয়া কাপ শুরুর আগেই রোহিত শর্মা বলেছিলেন যে তাদের দল ৮০-৯০ শতাংশ তৈরি রয়েছে। কাজের পারফরম্যান্স দেখে তারা বাকি দল গঠনের কাজ সম্পন্ন করবেন। কিন্তু এশিয়া কাপে ভারতীয় দল যে ফর্ম দেখিয়েছে তারপর পুরো স্কোয়াডকে নিয়েই অনেকে চিন্তাভাবনা করছিলেন। কিন্তু দলের সেইরকম নাটকীয় কিছু পরিবর্তন হয়নি।
চোট কাটিয়ে যশপ্রীত বুমরা এবং হর্ষল প্যাটেল ভারতীয় দলে ফিরে এসেছেন। কিন্তু মহম্মদ শামি ভারতের বিশ্বকাপের দলের অংশ হতে পারেননি। তিনি দীর্ঘদিন ধরেই টি-টোয়েন্টি ক্রিকেটে সুযোগ পাচ্ছেন না কিন্তু অন্যান্য ফরম্যাটে ভালো পারফরম্যান্সে করে আসছেন। অনেকেই এবার তার হয়ে ব্যাট ধরেছেন যার মধ্যে অন্যতম হলেন মহম্মদ আজহারউদ্দিন।
প্রাক্তন ভারতীয় অধিনায়ক ভারতীয় বিশ্বকাপের দলে দুটি পরিবর্তন চেয়েছেন। তারকা ভারতীয় পেসার মহম্মদ শামিকে তিনি ফেরত আনতে চান হর্ষল প্যাটেলের জায়গায়। তার মতে শামি এই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পিচে ভারতের সম্পদ হয়ে উঠতে পারতেন। সেইসঙ্গে তিনি দীপক হুডার জায়গায় স্ট্যান্ড বাই অপশনে থাকা শ্রেয়স আইয়ারকে বিশ্বকাপের দলে দেখতে চান বলে জানিয়েছেন।
Surprised at the omission of Shreyas Iyer and Md. Shami from the main squad. https://t.co/GOKUzRyMot
— Mohammed Azharuddin (@azharflicks) September 12, 2022
আজহার নিজের বক্তব্য রাখলেও ভারতীয় দল অনেক আগে থেকেই বুঝিয়ে দিয়েছিল যে শামি আর তাদের টি-টোয়েন্টি ফরম্যাটের পরিকল্পনার অংশ নন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আর ভারতীয় দলে হয়ে এই ফরম্যাটে মাঠে নামেননি তারকা পেসার। তবে স্কোয়াডে না থাকলেও স্ট্যান্ডবাই এ থাকা ৪ জন ক্রিকেটারের মধ্যে অন্যতম একজন হচ্ছেন শামি এবং তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও নিজের যোগ্যতা প্রমাণ করার একটা সুযোগ পাবেন।