‘মা না টানলে মায়ের দেখা পাওয়া যায় না’, BJP-র নবান্ন অভিযানকে চরম কটাক্ষ দেবাংশুর

বাংলা হান্ট ডেস্কঃ এদিন বিজেপির (Bharatiya Janata Party) ‘নবান্ন অভিযান’ ঘিরে গোটা বাংলা জুড়ে শোরগোল ছড়িয়ে পড়েছে। মিছিলকে কেন্দ্র করে পুলিশের বাধা এবং পরবর্তীতে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে তাদের ধস্তাধস্তি যেমন ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি করে, আবার মিছিল পরবর্তী ক্ষেত্রে শাসক বনাম বিরোধী দ্বন্দ্বে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। আর এবার বিজেপির ‘নবান্ন অভিযান’-কে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। একই সঙ্গে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে আক্রমণ শানান তিনি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলায় একের পরের দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে এদিন নবান্ন অভিযানের ডাক দেয় বিজেপি নেতৃত্ব। প্রধানত সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের নেতৃত্বে তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল আয়োজন করে তারা। সেই অভিযানকে কেন্দ্র করে বর্তমানে একের পর এক বিতর্ক সৃষ্টি হয়ে চলেছে আর এবার সেই বিতর্ক আরো উস্কে দিলেন দেবাংশু ভট্টাচার্য। বর্তমানে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে বিজেপির নবান্ন অভিযান এবং শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে একাধিক মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, এদিন বিজেপি নবান্ন অভিযানের ডাক দিয়ে মিছিল করলেও অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আগেই মেদিনীপুর সফরের উদ্দেশ্যে রওনা দেন। আবার অপরদিকে, পুলিশি তৎপরতায় এদিন নবান্নের বেশ খানিকটা আগে থেকেই ফিরতে হয় বিজেপি কর্মী সমর্থকদের। এই সকল ইস্যুগুলিকে সামনে এনে দেবাংশু বলেন, “অনেকে তারাপিঠে যায়, আবার অনেকে কেদারনাথে যায় ভগবানের দর্শন পেতে। তবে মা না টানলে মায়ের দেখা পাওয়া যায় না রে পাগলা। সেরকম ভাবে এই দিন মায়ের দেখা পাওয়া তো দূরের কথা, বরং তার কয়েক কিলোমিটার আগে থেকেই ওদের ফিরে যেতে হল।”

এভাবেই ভিডিওর মাধ্যমে বিজেপির নবান্ন অভিযানকে কটাক্ষ করেন তৃণমূল নেতা। একই সঙ্গে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে দেবাংশ বলেন, “যখন আমরা ক্রিকেট মাঠে নামি, তখন বিরোধী দলের একজন প্লেয়ারকে সিরিয়াস নেওয়া হয়। সেরকম শুভেন্দু অধিকারীকে সিরিয়াসলি নেওয়া হলেও এদিন উনি যেন গ্রেফতার হওয়ার জন্যই এসেছিলেন। উনি আসলে গ্রেফতার হতেই চেয়েছিলেন, যাতে পরবর্তীতে বসে বিরিয়ানি খেতে পারেন।”

পরবর্তীতে তৃণমূল নেতা বলেন, “বিজেপি কর্মী সমর্থকদের টাকা দিয়ে নিয়ে আসা হয়েছিল। সেই কারণে যেখানে জল কামান কিংবা পুলিশের বাধা পেরোতে হয়, সেখানে কোনো বিজেপি নেতা-মন্ত্রীকে দেখা যায়নি এবং সেই বাধা পেরোতে হয়েছে বিজেপি কর্মী সমর্থকদেরই। এখানেই ওদের সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রীর পার্থক্য। কারণ যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী ছিলেন, তখন উনি মিছিলের সামনে থেকে আঘাত খেয়েছিলেন আর এরা আগে থেকেই পালিয়েছে।”

উল্লেখ্য, এদিন বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে বর্তমানে শাসক বনাম বিরোধী বাদানুবাদ চরমে পৌঁছেছে। একদিকে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে একের পর এক মন্তব্য করে চলেছেন কুণাল ঘোষ এবং অন্যান্য নেতারা; আবার অপরদিকে কুণালবাবুকে ‘বাচাল ঘোষ’ বলে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। এর মাঝে দেবাংশুর ভিডিও সেই বিতর্ক আরো উস্কে দিল বলেই মত বিশেষজ্ঞদের।

Sayan Das

সম্পর্কিত খবর