বাংলা হান্ট ডেস্কঃ ‘নরেন্দ্র মোদীর (Narendra Modi) পর প্রধানমন্ত্রী হিসেবে সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) নিয়ে আসার চেষ্টা করে চলেছে বিজেপি’, গুজরাট থেকে চাঞ্চল্যকর দাবি করলেন আম আদমি পার্টি (Aam Admi Party) প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। একইসঙ্গে কংগ্রেস শেষ হয়ে গিয়েছে বলেও এদিন কটাক্ষ করেন দিল্লির মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, এই বছরের শেষের দিকে গুজরাটে বিধানসভা নির্বাচন ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়েছে রাজ্যের সর্বত্র। একদিকে যখন বিজেপি তাদের ক্ষমতা ধরে রাখতে তৎপর, আবার অপরদিকে কংগ্রেসের পাশাপাশি নির্বাচনী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে আম আদমি পার্টি। দিল্লি এবং পাঞ্জাবের পর গুজরাট দখল করতে মরিয়া তারা।
এর মাঝেই বর্তমানে গুজরাট সফরে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। উল্লেখ্য, সম্প্রতি বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, “গুজরাট বিধানসভা নির্বাচনে জয়ের জন্য সমাজকর্মী মেধা পাটেকরকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার কথা চিন্তাভাবনা করছে আম আদমি পার্টি।”
এদিন সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে অরবিন্দ কেজরিওয়াল বলেন, “বিজেপি নরেন্দ্র মোদীর পর সোনিয়া গান্ধীকে প্রধানমন্ত্রী করার কথা ভাবছেন। এ বিষয়ে ওদের জবাব কি?” একইসঙ্গে কংগ্রেসকে উদ্দেশ্য করেও এদিন কটাক্ষ ছুড়ে দেন তিনি।
সম্প্রতি, গুজরাটে আম আদমি পার্টির অন্তর্ভুক্তি প্রসঙ্গে কংগ্রেস দাবি করে, “গুজরাট নির্বাচনে লড়াই এবং সেখানে ভোটে প্রচার করার জন্য পাঞ্জাবের সরকারি কোষাগার থেকে ক্রমাগত বিপুল পরিমাণ অর্থ খরচ করে চলেছে আম আদমি পার্টি। সেই কারণেই ওরা দেউলিয়া হয়ে গিয়েছে।” এদিন সেই প্রসঙ্গে দিল্লি মুখ্যমন্ত্রী বলেন, “কংগ্রেস শেষ হয়ে গিয়েছে। ওদেরকে কেউ এখন গুরুত্ব দেয় না। এমনকি, বিজেপি বিরোধী মানুষরাও গুজরাটে কংগ্রেসকে ভোট দিতে চাইছে না। তাই আমরাই একমাত্র বিকল্প।”
পরবর্তীতে এক অটো রিকশা চালকের সঙ্গে তার বাড়িতে নৈশভোজের উদ্দেশ্যে রওনা দেন অরবিন্দ কেজরিওয়াল। এক্ষেত্রে প্রথমে পুলিশের সঙ্গে বচসা বাধলেও পরবর্তীতে নিজ অবস্থানে অনড় থাকেন মুখ্যমন্ত্রী। তবে এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সোনিয়া গান্ধী প্রসঙ্গে তাঁর মন্তব্য দেশের রাজনীতিতে বিতর্কের সৃষ্টি করবে বলেই মত সকলের।