রোহিত যদি কোহলির মত ফিট হতো তাহলে ডিভিলিয়ার্স ছাড়া কেউ তুলনায় আসতো না, মত পাক ক্রিকেটারের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার সালমান বাট বলেছেন সম্প্রতি ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে বড় বয়ান দিয়েছেন। একজন পাক নাগরিক হয়েও তিনি অকপটে বলেছেন যে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানের চেয়ে বেশি ধ্বংসাত্মক। কিন্তু শুধুমাত্র বিরাট কোহলির মতো ফিটনেস নেই। যদি তা থাকতো তাহলে রোহিত যে নিজেকে কোন মাত্রায় নিয়ে যেতে পারতেন তা নিয়ে নিশ্চিত নন সালমান।

তিনি আরও বলেছেন যে বিরাট কোহলির মতো ফিটনেস সম্পন্ন রোহিত শর্মার সাথে হয়তো এক জন ক্রিকেটারই তুলনায় আসতে পারতেন, যার নাম অ্যাব্রাহাম বেঞ্জামিন ডিভিলিয়ার্স।  দক্ষিণ আফ্রিকান তারকাকে অনেকেই বিশ্বের সেরা ক্রিকেটার মানতেন কয়েক বছর আগে।

বাট স্পষ্ট করে বলেছেন, “আমরা এখন যে রোহিত শর্মাকে দেখি সে বিরাট কোহলির মত ফিট নয়। কিন্তু তিনি যদি নিজের ফিটনেসের খেয়াল রাখতেন বিরাট কোহলির মতো তাহলে যে তিনি কি করতে পারতেন তা কেউ ধারণা করতে পারবে না। বিরাট কোহলির মতো ফিটনেস সম্পন্ন রোহিত শর্মার সাথেকেবল মাত্র একজন ক্রিকেটার কেই তুলনায় আনা যেতে পারত যিনি হলেন এবি ডিভিলিয়ার্স।”

যদিও রোহিত শর্মা নিজের স্বল্প ফিটনেস নিয়ে বিশ্ব ক্রিকেটে যা যা কীর্তি গড়েছেন তা অনেকের কাছেই স্বপ্নের মতো। ওডিআই ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসেবে তিনটি দ্বিশতরান করার পাশাপাশি তিনি সেই হাতে গোনা সেই ক্রিকেটারদের মধ্যে পড়েন, যারা ক্রিকেটের তিন ফরম্যাটেই দেশের জার্সিতে শতরান করেছেন। সেইসঙ্গে টি-টোয়েন্টি ফরম্যাটে রোহিত শর্মা এইমুহূর্তে বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রাহক।

যদিও গত এশিয়া কাপে সময়টা খুব একটা ভালো যায়নি রোহিতের। তিনি কেবল মাত্র একটি ম্যাচে নিজেকে উজাড় করে খেলতে পেরেছিলেন। শ্রীলংকার বিরুদ্ধে সেই ম্যাচে রোহিত ৭১ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেছিলেন। তার দুর্ভাগ্য যে বাকি ম্যাচ গুলোতে তিনি নিজের সেই ফ্রম অব্যাহত রাখতে পারেননি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেই ভুল ত্রুটিগুলো কাটিয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে অস্ট্রেলিয়ার খেলতে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছেন রোহিত।

ad

Reetabrata Deb

সম্পর্কিত খবর