বাংলাহান্ট ডেস্ক : বাংলা ছবিতে ফাটাকেষ্টকে আমরা অনেকেই দেখেছি। তিনি কোনও রকম অন্যায়ের সাথে আপোষ করেন না। সমাজে কোনও অন্যায় হলে ফাটাকেষ্ট নিজের হাতে আইন তুলে ভিন্নমতে শাস্তি দেন। বেশ কিছুদিন ধরে সেই রকম প্রথা দেখা যাচ্ছিল উত্তরপ্রদেশে। অভিযুক্তর বাড়ি রীতিমত বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছিল যোগী প্রশাসন।
এবার যোগীর দেখানো পথেই হাঁটলো মধ্যপ্রদেশ। এক তিন বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্তর বাড়ি ভেঙে দিল মধ্যপ্রদেশ সরকার। অভিযুক্তের বাড়ি ভাঙার পরেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। যদিও স্থানীয় প্রশাসন জানিয়েছে যে অবৈধভাবে বাড়িটির নির্মাণ করা হয়েছিল। তাই সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার স্কুল বাসের মধ্যে এক তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে ওই বাসেরই চালকের বিরুদ্ধে। সেই সময় বাসে এক মহিলা রক্ষী উপস্থিত থাকলেও তিনি কোন রকম সাহায্যের জন্য এগিয়ে আসেননি বলে অভিযোগ। এরপর অভিযোগ পেয়ে ওই বাস চালক ও মহিলা রক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ।
শিশুটির মা জানিয়েছেন, গত বৃহস্পতিবার তার মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পর দেখেন সে অন্য একটি পোশাক পড়ে রয়েছে। তখন তার সন্দেহ হলে গোটা ঘটনাটি জানান স্কুলের শিক্ষকদের। এরপর মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি গোটা ঘটনাটা জানতে পারেন। এরপর শিশুটির পরিবার দারস্থ হয় পুলিশের। পরিবারের তরফ থেকে অভিযোগে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত বাস চালক ও বাসের মহিলা রক্ষীটিকে।
প্রসঙ্গত, কয়েক মাস আগে অবৈধভাবে বাড়ি নির্মাণের অভিযোগে প্রশাসনের তরফ থেকে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে ফেলে উত্তর প্রদেশ সরকার। ওয়াকিবহাল মহল মনে করছে উত্তরপ্রদেশ সরকারের দেখানো পথেই এবার হাঁটলো মধ্যপ্রদেশ। তবে, মধ্যপ্রদেশে এমন কাণ্ড ঘটার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সেই দেশের সরকার।