বাংলাহান্ট ডেস্ক : গরু পাচার মামলার (Cow Smuggling Case) তদন্তে আবার বোলপুরে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর (CBI)। আজ বুধবার সকালেই বোলপুরে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে এসে পৌঁছন তদন্তকারী আধিকারিকরা। সেখানে ডেকে পাঠানো হয় অনুব্রত মণ্ডল-ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে। এ ছাড়াও একটি বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার এবং বোলপুর রেজিস্ট্রি অফিসের আধিকারিকদেরও ডেকে পাঠান গোয়েন্দারা। বিশেষ সূত্রে জানা যাচ্ছে, এঁদের সবাইকে এক সঙ্গে বসিয়ে অনুব্রতের (Anubrata Mandal) সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন আধিকারিকরা।
জানা যাচ্ছে, বুধবার মোট চার জন সিবিআই আধিকারিক বীরভূমে আসেন। বোলপুর এবং শান্তিনিকেতনের রতনকুঠিতে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে ওই ব্যক্তিদের আসতে বলা হয়। গরু পাচার মামলায় অনুব্রতর গ্রেফতারির পর এদের সবাইকেই জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এদের মধ্যে অনেককেই একাধিক বার তলবও করেছে তদন্তকারী সংস্থা। কিছু দিন আগেই অনুব্রতর ব্যক্তিগত হিসাবরক্ষক মণীশ কোঠারিকে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা।
এদিকে, অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের নামেও একাধিক কোম্পানি রয়েছে বলে দাবি করে সিবিআই। জানা যাচ্ছে, বেশ কিছু কোম্পানির ডিরেক্টর হিসাবেও রয়েছে অনুব্রতর মেয়ের নাম। তবে অনুব্রতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিশেষ লেনদেন হয় না। কিন্তু সেই সব কোম্পানিতে প্রচুর অর্থের লেনদেন হয়েছে বলে খবর। তৃণমূল নেতার ঘনিষ্ঠ রাজীবের সম্পত্তি সংক্রান্ত বিষয়েও তদন্ত করছে সিবিআই। এই রাজীবই নাকি অনুব্রতের একাধিক চালকলের দেখাশোনা করতেন। এর আগেও রাজীবকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সেই সময়ই একটি হাসপাতালে আর্থিক লেনদেনের বিষয়টি আধিকারিকদের নজরে আসে।
জানা যাচ্ছে, দীর্ঘ রোগভোগের পর ২০২০ সালে মৃত্যু হয় অনুব্রতের স্ত্রী ছবি মণ্ডলের। ক্যানসার আক্রান্ত স্ত্রীর একাধিক হাসপাতালে চিকিৎসা করান অনুব্রত। এর মধ্যে ছিল নিউটাউনের একটি ক্যানসার হাসপাতালও। সিবিআই হদিশ পেয়েছে, অনুব্রতের স্ত্রী সেখানে চিকিৎসাধীন থাকাকালীন মোট ৬৬ লক্ষ টাকা ওই হাসপাতালকে দেন রাজীব। সেই রসিদও খুঁজে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখন প্রশ্ন উঠছে তা হলে কি অনুব্রতের স্ত্রীর হাসপাতালের বিল মিটিয়েন ব্যবসায়ী রাজীব? মূলত এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ বোলপুরে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। জানা যাচ্ছে, এরই সঙ্গে, রাজীবের স্থাবর সম্পত্তির হদিশ পেতে রেজিস্ট্রি অফিসের আধিকারিকদেরও ডেকে পাঠিয়েছে সিবিআই।