লেখায় হিন্দু ধর্মের প্রতীককে অবমাননার অভিযোগ, শ্রীজাতর বিরুদ্ধে পাঁচ বছর পুরনো মামলার শুনানি সোমবার

বাংলাহান্ট ডেস্ক: ফের হিন্দু ধর্মাবেগে আঘাত হানার অভিযোগ কবি শ্রীজাতর (Srijato Bandopadhyay) বিরুদ্ধে। হিন্দু ধর্মের একটি পবিত্র প্রতীককে নিজের লেখায় অসম্মান করেছেন তিনি, অভিযোগ উঠেছিল এমনি। কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হয়েছে শ্রীজাতর বিরুদ্ধে। আগামী সোমবার সেই মামলার শুনানি।

এই মামলা অবশ‍্য বেশ কয়েক বছর আগেকার। ২০১৭ সালে বিমানবন্দর থানায় প্রথম অভিযোগ দায়ের হয়েছিল শ্রীজাতর বিরুদ্ধে। নিজের একটি লেখায় হিন্দু ধর্মের পবিত্র প্রতীক সম্পর্কে অসম্মান জনক মন্তব‍্য করেছেন তিনি, এমনি অভিযোগ উঠেছিল। কিন্তু সে সময়ে কবির বিরুদ্ধে কোনো পদক্ষেপই গ্রহণ করেনি পুলিস।

Srijato fb
ফলত ২০২১ সালে আবারো পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। সেই সঙ্গে শ্রীজাতর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ এনে সিট গঠন করে সিআইডি তদন্ত চাওয়া হয়। সেই মামলারই শুনানি হবে এতদিন পর।

বিজেপি নেত্রী নুপূর শর্মার প্রসঙ্গ টেনে এনে মামলাকারীর দাবি, তিনি যদি ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে দল থেকে সাসপেন্ড হন, মামলা দায়ের হয়, তবে শ্রীজাতর বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত।

এ বিষয়ে মুখ খুলেছেন কবি নিজেও। তাঁর দাবি, তাঁর লেখায় যে প্রতীকের কথা উল্লেখ করা রয়েছে তা মোটেই হিন্দু ধর্মের নয়। কিন্তু অনেকের মতে, ওটা হিন্দু ধর্মের পবিত্র প্রতীক। তাই নিয়ে এতদিন ধরে বিতর্ক চলছে। তিন বছর আগে অসমের একটি অনুষ্ঠানে গিয়ে তাঁর প্রাণসংশয় দেখা দিয়েছিল বলেও একাধিক বার দাবি করেছেন শ্রীজাত।

এরপরেও একাধিক বিতর্কে নাম জড়িয়েছে কবির। রাজনৈতিক মতাদর্শ নিয়েও বারংবার কটাক্ষের মুখে পড়েন শ্রীজাত। কিন্তু এহেন বিতর্কে তিনি বিশেষ পাত্তা দেন না। নিজের লেখা, গান রচনার পাশাপাশি এখন ছবিও পরিচালনা শুরু করেছেন শ্রীজাত। ‘মানবজমিন’ নামে একটি ছবি পরিচালনা করেছেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর