বড়পর্দায় পা রাখার আগেই হোঁচট! প্রযোজকের জন‍্য বন্ধ শুটিং, চিন্তায় ঘুম উড়েছে সোনামণির?

বাংলাহান্ট ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় মুখ। খ‍্যাতিকে হাতিয়ার করেই বড়পর্দায় পা রাখতে চলেছেন সোনামণি সাহা (Sonamoni Saha)। ছোটপর্দার অত‍্যন্ত জুটি মোহর-শঙ্খ এবার টেলিপাড়া ছেড়ে টলিপাড়ার বাসিন্দা হতে চলেছেন। প্রযোজকের রানা সরকারের (Rana Sarkar) বহু প্রতীক্ষিত প্রোজেক্ট ‘বেহায়া’র মধ‍্যমণি এঁরা দুজনেই। কিন্তু প্রোজেক্ট শুরু হওয়ার আগেই বন্ধ। খাস প্রযোজকের বিরুদ্ধেই উঠেছে প্রতারণার অভিযোগ।

প্রযোজক রানা সরকারের সঙ্গে কাছে ভেন্ডার অ্যাসোসিয়েশনের নাকি মোটা টাকা বকেয়া পড়ে রয়েছে। কিন্তু সে টাকা দেওয়ার নামই করছেন না রানা সরকার। ছবির সেটের টেকনিশিয়ানদের বকেয়া টাকা নাকি মেটান না তিনি। কোটি টাকার বেশি টাকা মেটানোর দাবি তুলে প্রযোজকের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ এনেছে সিনে ভেন্ডার অ্যান্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশন।

Sonamoni pratik
পালটা তাদের অভিযোগকে মিথ‍্যে বলে দাবি করেছেন প্রযোজক। এই নিয়ে ধুন্ধুমার কাণ্ড। কিছুদিন আগেই প্রযোজক রানা সরকার ঘোষনা করেন, ‘বেহায়া’ ছবির শুটিং তিনি বন্ধ করে দিয়েছেন। এক সংবাদ মাধ‍্যমকে তিনি জানান, সাপ্লায়ারস গিল্ডের সমস্যার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে শুটিং।

অভিযোগ করা হয়েছে, প্রযোজক বকেয়া টাকা না মেটালে শুটের জিনিসপত্র পাঠানো হবে না সেটে। কিন্তু রানা সরকার পালটা দাবি করেন, তাঁর কাছে কেউ কোনো টাকা পায় না। বরং তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে তিনি আইনি ব‍্যবস্থাও নিয়েছেন।

Sonamoni
ছবির শুটিং বন্ধ। তীরে এসে তরী ডুববে না তো? এ নিয়ে কি চিন্তায় রয়েছেন সোনামণি? সংবাদ মাধ‍্যমের প্রশ্নে অবশ‍্য অভিনেত্রী জানান, তিনি এ নিয়ে বিশেষ ভাবিত নন। বড় কাজ শুরুর আগে ছোটখাট এমন ঝামেলা হয়ই। তিনি এর জন‍্য ভেঙে পড়ার মতো মেয়ে নন। নায়ক প্রতীকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন তিনি। সোনামণির দৃঢ় বিশ্বাস, শুটিং আবারো শুরু হবে।

একই কথা জানিয়েছেন প্রযোজক রানা সরকারও। তিনি জানিয়েছেন, নিজে শুটিংয়ের অনেক জরুরি জিনিস কিনে নিয়েছেন। এছাড়াও অনেক ভেন্ডার আছে। তারা শুটিংয়ের জিনিসপত্র সরবরাহ করবে। এর জন‍্য শুটিং আটকাবে না। পুজোর পরেই ফ্লোরে আসবে ‘বেহায়া’।

Niranjana Nag

সম্পর্কিত খবর