কাজের সঙ্গে পরিবারও জরুরি, একমাত্র রাজকন‍্যা নভান‍্যার সঙ্গে সময় কাটানোর ভিডিও শেয়ার করলেন জিৎ

বাংলাহান্ট ডেস্ক: জিৎ (Jeet) সেইসব মানুষদের মধ‍্যে একজন যারা পেশাগত জীবন এবং ব‍্যক্তিগত জীবন আলাদা রাখতে পছন্দ করেন। নিজের কাজের বাইরে জিৎ আদ‍্যোপান্ত ফ‍্যামিলি ম‍্যান। স্ত্রী, মেয়েকে প্রয়োজনীয় সময়টুকু দিতে কখনোই ভুল হয় না তাঁর। তবে সেই ব‍্যক্তিগত সময়টুকু সাধারণত ব‍্যক্তিগত রাখতেই পছন্দ করেন জিৎ। মাঝেমধ‍্যে অনুরাগীদের এনট্রি মেলে তাঁর অন্দরে।

একমাত্র মেয়ে নভান‍্যার সঙ্গে মাঝেমধ‍্যেই ছবি, ভিডিও শেয়ার করেন জিৎ। বাবা মেয়ের খুনসুটি বেশ পছন্দও করেন নেটনাগরিকরা। কথায় বলে, মেয়েরা নাকি বাবার খুব ন‍্যাওটা হয়। জিৎ নভান‍্যার ক্ষেত্রেও সেটা ব‍্যতিক্রম নয়। মেয়েকে রাজকন‍্যার মতো রাখেন জিৎ। অন‍্যান‍্য তারকা সন্তানদের মতো সবসময় ক‍্যামেরার সামনে না থাকলেও মাঝে মধ‍্যে মেয়ের ছবি শেয়ার করেন জিৎ।

Jeet scaled
সম্প্রতি নভান‍্যার সঙ্গে সময় কাটানোর একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন অভিনেতা। বাবা মেয়ে মিলে ডুব দিয়েছেন সুইমিং পুলের নীল জলে। জলের মধ‍্যে বুদবুদ তুলে কিছু একটা বলেওছেন বাবা মেয়ে। যদিও তা স্পষ্ট নয়। জলের নীচে তিনি কী বলেছেন সেই বার্তাটা বোঝার দায় অবশ‍্য অনুরাগীদের উপরেই ছেড়ে দিয়েছেন জিৎ।

এর আগে নভান‍্যার নয় বছরের জন্মদিনের ছবি, ভিডিও শেয়ার করেছিলেন জিৎ। প্রত‍্যেক বছরেই মেয়ের জন‍্য বাড়িতেই পার্টির আয়োজন করেন অভিনেতা। পরিবারের সদস‍্যরা ছাড়াও নভান‍্যার খুদে বন্ধু বান্ধবরাও আসে পার্টিতে। সেবারেও তার অন‍্যথা হয়নি। দু দুটি কেক আনা হয়েছিল নভান‍্যার জন্মদিন উপলক্ষে। সেই ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন জিৎ।

https://www.instagram.com/reel/CieiN4os6av/?igshid=YmMyMTA2M2Y=

২০১১ সালে মোহনা রতলানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জিৎ। ২০১২ সালে তাঁদের সংসারে আসে নভান‍্যা। মাত্র নয় বছর বয়সেই মিষ্টি নভান‍্যাকে দেখে মুগ্ধ নেটিজেনরা। মেয়ে যে বড় হয়ে বাবাকেও ছাপিয়ে যাবে তা এখন থেকেই বেশ বোঝা যাচ্ছে। হয়তো জিতের মতো নভান‍্যাও ভবিষ‍্যতে অভিনয় জগতে পা রাখতে পারে, মনে করছেন নেটনাগরিকরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর