অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ১৫ হাজার করে টাকা দেবে SBI, এভাবে করতে হবে আবেদন

বাংলাহান্ট ডেস্ক : দুঃস্থ ছাত্র-ছাত্রীদের সাহায্য করার জন্য সরকারি বিভিন্ন স্কলারশিপের প্রচলন আছে। তাছাড়াও বিভিন্ন বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠন দুঃস্থ ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করে থাকে। কিন্তু অনেকেই হয়তো জানেন না দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দুঃস্থ ছাত্র-ছাত্রীদের সাহায্যার্থে স্কলারশিপ দিয়ে থাকে।

সরকারি ও বেসরকারি বিভিন্ন সরকারি বৃত্তির নাম আমাদের জানা থাকলেও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই বৃত্তির কথা আমরা অনেকেই জানিনা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই স্কলারশিপটির নাম ‘আশা’। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই স্কলারশিপ প্রদানের মূল উদ্দেশ্যই হলো যাতে টাকার অভাবে কোন ছাত্র-ছাত্রীর পড়াশোনা থমকে না যায়।

আশা স্কলারশিপের কিছু নিয়মাবলী:
• ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
• আবেদনকারীর শেষ ক্লাসের পরীক্ষায় ন্যূনতম ৭৫ শতাংশ পাস মার্কস থাকতে হবে।
• যোগ্য ছাত্র-ছাত্রীরা
• আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় তিন লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।
• https://www.buddy4study.com অথবা sbi-asha-scholarship-এ গিয়ে অনলাইন আবেদন করতে পারবেন।

কোন কোন ডকুমেন্টস লাগবে:
• আবেদনকারীর শেষ পরীক্ষার রেজাল্ট।
• নতুন ক্লাসে ভর্তি হওয়ার রশিদ।
• আধার কার্ড ।
• পরিবারের বার্ষিক আয়ের নথি।
• আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি।

SBI 4

যে সকল ছাত্র-ছাত্রীরা যোগ্য তারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই স্কলারশিপ এর জন্য অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বলে রাখা ভালো এই স্কলারশিপে আবেদনের জন্য কোন অফলাইন মোড নেই। যোগ্য প্রার্থীরা আগামী ১৫ই অক্টোবর ২০২২ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর