ফিরে এল হাথরস! যোগির রাজ্যে কৃষক হত্যায় রক্তাক্ত লখিমপুর খেরিতে ধর্ষণ করে গাছে ঝুলিয়ে দেওয়া হল দলিত বোনেদের

বাংলাহান্ট ডেস্ক : আবারও সংবাদের শিরোনামে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখিমপুর খেরি (Lakhimpur Kheri)। বুধবার সন্ধ্যায় আবারও সাক্ষী থাকল ভয়ঙ্কর কাণ্ডের। কিছু দিন আগেই আন্দোলনরত কৃষকদের পিষে মারার ঘটনায় কুখ্যাত হয়ে ওঠে লখিমপুর খেরি। এবার সেখানেরই একটি গ্রামে এক দলিত পরিবারের দুই কিশোরীকে (Dalit Sisters) অপহরণ করে ধর্ষণ ও খুনের অভিযোগ সামনে আসছে। ১৭ এবং ১৫  বছর বয়সী দুই নাবালিকা বোনের মৃতদেহ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাঁদের পরিবারের সদস্যরা জানান যে, এই ঘটনার তিন ঘণ্টা আগে বাড়ির বাইরে থেকে তাদের ‘অপহরণ’ করা হয়। যদিও পুলিস ঘটনাকে  প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই সন্দেহ করছে।

মারত্মক ভীতিপ্রদ সেই দৃশ্য। গাছের দুই দিকের কয়েকটি ডালে মুখোমুখি ঝুলছে দুই কিশোরীর নিথর দেহ। মাটি থেকে সামান্য একটু উপরেই। বুধবার সন্ধেয় লখিমপুর খেরির নিঘাসান থানা এলাকার গ্রাম থেকেই উদ্ধার হয় এই দুই কিশোরীর ঝুলন্ত মৃতদেহ। পরিবারের অভিযোগের ভিত্তিতে ৪ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। তবে অভিযুক্তরা এখনও অধরা।
স্থানীয় গ্রামবাসী এবং মেয়েটির পরিবার তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে গ্রাম থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে নিঘাসান ক্রসিংয়ে বিক্ষোভ দেখায়।

লখিমপুর খেরির এসপি সঞ্জীব সুমন জানান, ‘ময়নাতদন্তের রিপোর্ট থেকে ঘটনা স্পষ্ট হবে। তার জন্যই অপেক্ষা করছি আমরা৷’ লখনউ রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল পুলিসের লক্ষ্মী সিং এবং লখিমপুর খেরির এসপি সঞ্জীব সুমন, গ্রামবাসীদের আশ্বাস দেওয়ার জন্য ঘটনাস্থলে পৌঁছন। পুলিসের তরফ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

পুলিস সুত্রে জানা যাচ্ছে, দুই কিশোরীই দলিত পরিবারেরর মেয়ে। দুই বোনই নাবালিকা। লখনউ রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল লক্ষ্মী সিংহ বলেন, ‘পরনের চুড়িদারের ওড়নায় ফাঁস লাগানো অবস্থাতেই মেয়ে দু’টির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শরীরে সে ভাবে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের বয়ান অনুযায়ী আমরা এফআইআর দায়ের করব।

Sudipto

সম্পর্কিত খবর