রাজ্য সরকারের নতুন প্রকল্প, আবেদন করলে পাবেন ১ লক্ষ ২০ হাজার টাকা! জেনেনিন খুঁটিনাটি

বাংলাহান্ট ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর নানা ধরনের জনমুখী প্রকল্প শুরু করেছেন। এবার সরকারের পক্ষ থেকে আরও একটি জনমোহিনী প্রকল্প চালু করা হয়েছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। এই প্রকল্পের অধীনে ৫০ লক্ষ মানুষ পাবেন এক লক্ষ কুড়ি হাজার টাকা করে।

অতি সহজেই এই প্রকল্পে আবেদন করলে আপনিও আপনার বাড়ি তৈরি করার জন্য এই টাকা পেতে পারেন। এই প্রকল্পটির নাম বাংলা আবাস যোজনা। বিশেষ করে গ্রামাঞ্চল ও পৌরসভা অঞ্চলে বসবাসকারী দুঃস্থ মানুষ যাদের নিজস্ব বাড়িঘর নেই তারা এই সুবিধা পাবেন। বাংলা আবাস যোজনার মাধ্যমে বলা হয়েছে আগামী দিনে আর ৫০ লক্ষ মানুষকে নিজস্ব বাড়ি তৈরি করার জন্য অর্থ প্রদান করা হবে।

বাংলা আবাস যোজনায় আবেদনের শর্ত:

১. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. আবেদনকারীর পরিবারকে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী হতে হবে।
৩. আবেদনকারীর নিজস্ব ব্যাংক একাউন্ট থাকা বাধ্যতামূলক।
৪. পূর্বে একবার এই প্রকল্পের মাধ্যমে টাকা পেলে নতুন করে আর আবেদন করা যাবে না।

বাংলা আবাস যোজনায় আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি:
১. সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি
২. ভোটার কার্ড
৩. রেশন কার্ড
৪. জব কার্ড
৫. আধার কার্ড
৬. পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার প্রমান্য নথি

jpg 20220915 094033 0000

কিভাবে আবেদন করবেন?
আবেদন করার জন্য আপনাকে স্থানীয় পঞ্চায়েত অফিস বা পৌরসভা অফিসে গিয়ে বাংলা আবাস যোজনা ফর্মটি নিয়ে আসতে হবে। এরপর সেই ফর্মটি যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহকারে স্থানীয় পঞ্চায়েত অফিস বা পৌরসভা অফিসে গিয়ে জমা দিতে হবে। এরপর সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা সমস্ত বিষয় খতিয়ে দেখে তাদের সিদ্ধান্ত মঞ্জুর করবেন। বাংলা আবাস যোজনা সম্পর্কে বিস্তারিত জানতে আপনি ভিজিট করতে পারেন http://wbprd.gov.in/index.aspx।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর