ঠোঙা বানিয়েই কোটিপতি! কীভাবে? উপায় বাতলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

বাংলাহান্ট ডেস্ক : বিরেধী দল বারবারই কর্মসংস্থান প্রসঙ্গে বিপাকে ফেলেছে বাংলার শাসক দলকে। এবার সেই বিষয়েই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একদিকে দাবি করলেন বাংলায় কমছে বেকারত্ব। অপরদিকে খুব সহজ উপায়ে কীভাবে কোটিপতি হওয়া যায়, সেই রাস্তাও দেখিয়ে দিলেন তিনি।

পাশাপাশি মমতা ঘোষণা করলন পুজোর আগেই কয়েক হাজার নিয়োগেরও। উৎকর্ষ বাংলায় প্রযুক্তিগত প্রশিক্ষণে যারা কৃতিত্ব অর্জন করেছেন, এদিন খড়গ্পুর স্টেডিয়ামের মঞ্চ থেকে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চেই থেকে ভবিষ্যতের উদ্যোগপতি হওয়ার রাস্তাও দেখিয়ে দেন মমতা।

Untitled design 46

এদিন খড়গ্পুরের সভামঞ্চ থেকে মমতা বলেন, ‘ইদানিং কচুরিপানা শুকিয়ে ব্যাগ হচ্ছে। এমনকি শালপাতার মত কচুরিপানা শুকিয়ে থালাও হচ্ছে। বড় বড় একটা পাতা আছে না! অনেকটা তালপাতার মতো দেখতে। সেগুলোতে একটা কাঠি গুঁজে নিলেই হয়ে যাবে ঠোঙা। আর কিনতে হবে না। একটু বুদ্ধি বের করুন। তাহলেই সব কাজ হবে। কেউ যদি জিজ্ঞাসা করেন, কী করছেন? বলবেন, এটা করেই কোটিপতি হবেন!’ এর আগে রোজগারের পথ হিসেবে ‘চপ শিল্পে’ এবং কাশফুলের বালিশ তৈরির নিদান দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

এখানেই শেষ নয়। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান যে, পুজোর আগে ৩০ হাজার নিয়োগ করা হবে। পাশাপাশি, দেউচা পচামি কয়লাখনি প্রকল্প রূপায়ণ হলে, অন্তত ১ লাখ কর্মসংস্থান হবে বলেঔ দাবি তাঁর। বিশ্বের বৃহত্তম কয়লা খনি হবে দেউচা পচামি। সেইসঙ্গে টাটার প্রকল্পেও ১ হাজার নিয়োগের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Sudipto

সম্পর্কিত খবর