বাংলাহান্ট ডেস্ক: এক এক সপ্তাহে টিআরপি (TRP) তালিকা দেখে চক্ষু চড়কগাছ হওয়ার জো হয় অভিনেতা অভিনেত্রীদেরই। দর্শকদের কখন কোন গল্প টানবে তা আগে থেকে বলতে পারে না কেউই। তাই আজ যে বাংলা সেরা, কাল তার প্রথম পাঁচেও জায়গা না হতে পারে। আবার কেউ এক লাফে ছয় কি সাত নম্বর থেকে উঠে আসতে পারে প্রথম কিংবা দ্বিতীয় স্থানে। এ সপ্তাহের টিআরপি তালিকাও তেমনি চমক দিয়েছে দর্শকদের।
প্রথম স্থানে গত সপ্তাহের মতোই রয়েছে স্টার জলসার ‘গাঁটছড়া’ (Gantchhora)। ফ্যাশন শোয়ের ধামাকার পর এবার রাহুল কিয়ারার পর্দা ফাঁসের সাসপেন্স বজায় রেখে দর্শক টানছে ঋদ্ধি খড়িরা। বেশ কিছুদিন কম টিআরপি থাকার পর এবার পরপর দু সপ্তাহ বাংলা সেরার শিরোপা পেল গাঁটছড়া। এ সপ্তাহে তাদের সংগ্রহে ৮.৪।
এ সপ্তাহের বিশেষ চমক ‘আলতা ফড়িং’। তবে প্রথম স্থানের তুলনায় অনেকটাই কম নম্বর পেয়ে এই সিরিয়াল। ব্যাঙ্কবাবুকে জেল থেকে বের করার জন্য ফড়িংয়ের লড়াই ভালোই টিআরপি তুলেছে। ৭.৮ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আলতা ফড়িং।
চড়ুইয়ের মায়ের জারিজুরি ফাঁসের গল্প দেখিয়ে ছক্কা মেরেছে ধুলোকণাও। টানটান উত্তেজনায় টিআরটি বেড়েছে চড়চড়িয়ে। তিন নম্বরে থাকা ধুলোকণার সংগ্রহে রয়েছে ৭.৬। চতুর্থ স্থানে জি এর গৌরী এলো। ধূর্জটি বাবাকে জেলে ভরে নকল রত্নের ব্যবসা ফাঁস করে দিয়েছে গৌরী ঈশান। এ সপ্তাহে গৌরী এলো পেয়েছে ৭.৩।
এ সপ্তাহে অত্যন্ত খারাপ ফল ‘মিঠাই’এর। মাত্র ৬.৬ নম্বর পেয়ে এক সময়ের বাংলা সেরা নেমে এসেছে পাঁচ নম্বরে। মনোহরা ফিরে পেলেও দর্শকরা তেমন খুশি হয়নি সেটা বোঝাই যাচ্ছে। লক্ষ্মী কাকিমা সুপারস্টারকেও এবারে মাত্র ৬.৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরেই খুশি থাকতে হয়েছে।
রইল সেরা দশের টিআরপি তালিকা-
গাঁটছড়া- ৮.৪ (প্রথম)
আলতা ফড়িং- ৭.৮ (দ্বিতীয়)
ধুলোকণা- ৭.৬ (তৃতীয়)
গৌরী এলো- ৭.৩ (চতুর্থ)
মিঠাই- ৬.৬ (পঞ্চম)
জগদ্ধাত্রী, অনুরাগের ছোঁয়া- ৬.৪ (ষষ্ঠ)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৬.৩ (সপ্তম)
সাহেবের চিঠি- ৬.২ (অষ্টম)
খেলনা বাড়ি- ৫.৯ (নবম)
মাধবীলতা- ৫.৭ (দশম)