SSC কাণ্ডে ফের গ্রেফতারি! এবার CBI-র জালে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্ক : এবার এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় গ্রেপ্তার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। টানা সাড়ে ৬ ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয় সিবিআই (CBI)। বর্তমানে নিজাম প্যালেস থেকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে।

এসএসসি দুর্নীতি মামলার দায়ভার প্রথমে ছিল ইডির হাতে। পরে সেই মামলায় যোগ দেয় সিবিআইও। গত আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম গ্রেফতার করে সিবিআই৷ সেই সময় এসএসসি-র উপদেষ্টা কমিটির প্রাক্তন কনভেনার শান্তিপ্রসাদ সিনহা এবং এসএসসি-র প্রাক্তন সচিব অশোক সাহাকে এ দিন গ্রেফতার করে সিবিআই৷

আজকের মতো সেদিনও সকাল থেকেঔ দু’ জনকে জেরা শুরু করে সিবিআই৷ এর আগেও তাঁদের একাধিকবার জেরা করেছিল কেন্দ্রীয় সংস্থা৷ তাঁদের বাড়িতে গিয়ে তল্লাশিও চালানো হয়৷ কিন্তু জেরায় দু’ জনই তথ্য গোপন করে বলে অভিযোগ সিবিআই কর্তাদের৷ পাশাপাশি ভুল তথ্য দিয়ে তাঁরা সিবিআই কর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেন বলে জানা যাচ্ছে।

ইডি-র পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত চালাচ্ছিল সিবিআই-ও৷ ইতিমধ্যেই এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি৷ পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জেরা করছে সিবিআইও৷

এসএসসি-র মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে নিযুক্ত উপদেষ্টা কমিটিকে কারা নিয়ন্ত্রণ করত, বেআইনি ভাবে চাকরি কাদের নির্দেশে দেওয়া হত, এস পি সিনহা এবং অশোক সাহার থেকে তা জানতে চান সিবিআই কর্তারা৷ যদিও, এই সমস্ত প্রশ্নের উত্তরই অভিযুক্ত দু’ জন এড়িয়ে যান বলে খবর৷ এর পরেই তাঁদেরকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়৷ আর আজ গ্রেফতার করা হল মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

Sudipto

সম্পর্কিত খবর