বাংলা হান্ট ডেস্কঃ সামনেই লোকসভা নির্বাচন আর তার পূর্বে কেন্দ্রে বিজেপি (Bharatiya Janata Party) সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নামতে প্রস্তুত প্রতিটি বিরোধী দল। এক্ষেত্রে সামনের সারিতেই বিরাজ করে চলেছে আম আদমি পার্টি (Aam Admi Party)। দিল্লি এবং পঞ্জাবের পর বর্তমানে গুজরাট (Gujrat) বিধানসভা নির্বাচনে নিজেদের শাসন কায়েম করা তাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।
তবে এর মাঝেই বর্তমানে ভোট নির্বাচনে তাদের স্বীকৃতি বাতিল করার স্বার্থে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বসলেন একাধিক আমলা।
উল্লেখ্য, দিল্লির পাশাপাশি কয়েক মাস পূর্বেই পঞ্জাবে ক্ষমতায় আসে আম আদমি পার্টি সরকার। পরবর্তীতে আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেন যে, দেশের প্রতিটি প্রান্তে বিজেপির বিরুদ্ধে লড়াই তাদের প্রধান উদ্দেশ্য হতে চলেছে। বর্তমানে গুজরাট বিধানসভা নির্বাচনে লড়াই করতে ঝাঁপিয়ে পড়েছে তারা।
তবে অপরদিকে সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্ক সঙ্গী হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের। এক্ষেত্রে আম আদমি পার্টির একাধিক নেতা মন্ত্রীদের তলব করে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। একইসঙ্গে গুজরাট নির্বাচনকে মাথায় রেখে তাদের দিকে একের পর এক কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি এবং কংগ্রেসের মতো দলগুলি আর বর্তমানে বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির স্বীকৃতি বাতিল করার স্বার্থে অবশেষে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বসলেন মোট ৫৭ জন আমলা।
কি রয়েছে সেই চিঠিতে? মোট ৫৭ জন আমলা দ্বারা স্বাক্ষরিত ওই চিঠিতে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে রাজ্য সরকারের সকল কর্মচারী এবং কর্মকর্তাদের ব্যবহার করার গুরুতর অভিযোগ সামনে আনা হয়েছে। এক্ষেত্রে মদন গোপাল, আরডি কাপুর এবং আনন্দ বোসের মতো একাধিক আইএএস অফিসারদের স্বাক্ষর রয়েছে ওই চিঠিতে।
চিঠিতে দাবি করা হয়েছে, আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল নির্বাচনে তাঁর দলকে সহায়তা করার জন্য পরিবহন চালক, কন্ডাক্টর থেকে শুরু করে পুলিশ এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের আহ্বান জানিয়েছেন। এছাড় চিঠিতে বলা হয়েছে যে, নির্বাচনে ভোট দেওয়ার পরিবর্তে অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর দল বিনামূল্যে শিক্ষা থেকে বিদ্যুৎ এবং হাজার হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা অনুচিত।
আমলাদের দাবি, আম আদমি পার্টির এ সকল প্রতিশ্রুতির দ্বারা গণতন্ত্রকে ধ্বংসের মুখে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা সরকারি কর্মচারীদের নির্বাচনের কাজে লাগাচ্ছে বলেও অভিযোগ আনা হয়েছে। এক্ষেত্রে অতীতে বিজেপি এবং কংগ্রেসের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ সামনে আনেন দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে এক্ষেত্রে দলের তরফ থেকে আপাতত কোনরকম প্রতিক্রিয়া দেওয়া হয়নি।