বাংলাহান্ট ডেস্ক: এখনো পা রাখেননি বলিউডে। স্রেফ শাহরুখ খানের (Shahrukh Khan) পুত্র হওয়ার সুবাদে এবং মাদক মামলায় নাম জড়িয়ে খ্যাতির শীর্ষে উঠেছেন আরিয়ান খান (Aryan Khan)। বলিউডের বাদশার জ্যেষ্ঠ পুত্র তিনি। হাবেভাবে, চালচলনে, মুখশ্রীতে বাবার জেরক্স কপি হয়েছেন আরিয়ান। তবে শাহরুখের তুলনায় আরিয়ান অনেকটাই চুপচাপ, হাসেন কম, কথাও কম বলেন।
এতদিন মূলত পড়াশোনা আর পার্টি করা নিয়েই ব্যস্ত ছিলেন শাহরুখ পুত্র। মাঝে মাদক মামলায় নাম জড়িয়েও বেশ কিছুদিন জেলে কাটিয়েছেন। ছাড়া পাওয়ার এক বছরের মথায় অবশেষে গ্ল্যামার দুনিয়ায় পা রেখেছেন আরিয়ান। না, কোনো সিনেমায় ডেবিউ করেননি তিনি। এক নামী জুতো কোম্পানির হয়ে বিজ্ঞাপনে মুখ দেখিয়েছেন শাহরুখ পুত্র।
তাঁর বিজ্ঞাপনের ছবিগুলিই আপাতত চর্চার বিষয় নেটদুনিয়ায়। শাহরুখের সঙ্গে আরিয়ানের অদ্ভূত মিল দেখে টপাটপ প্রেমে পড়ছেন তরুণীরা। এমনকি সীমান্তের ওপার থেকেও এসেছে প্রেমের বার্তা। নিজের চার্ম দিয়ে পাকিস্তানি অভিনেত্রী সজল আলিকে (Sajal Ali) মুগ্ধ করে দিয়েছেন আরিয়ান।
এতদিন কিং খানের প্রেমে পাগল ছিল বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্তরা। এখনো তাঁর ফ্যানবেস একই রকম আছে। শুধু বাবার জনপ্রিয়তায় ভাগ বসাতে এসেছেন ছেলে। পাকিস্তানি অভিনেত্রী কার্যত আরিয়ানের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। শাহরুখ তনয়ের একটি পুরনো ছবি শেয়ার করে হৃদয়ের ইমোজি দিয়েছেন সজল। সঙ্গে জুড়ে দিয়েছেন ‘যব হ্যারি মেট সেজল’ ছবির ‘হাওয়ায়েঁ’ গানটি।
কিন্তু আরিয়ানের মনে কে রয়েছেন? তার হদিশ অবশ্য এখনো মেলেনি। বিদেশে পড়াকালীন একাধিক তরুণীর সঙ্গে তাঁর ছবি ভাইরাল হয়েছিল। কিন্তু তিনি আদৌ কোনো সম্পর্কে আছেন কিনা তা স্পষ্ট নয়। প্রসঙ্গত, পাকিস্তানি অভিনেত্রী হলেও বলিউডে কাজ করেছেন সজল।
শ্রীদেবীর সঙ্গে ‘মম’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। শ্রীদেবীর অনস্ক্রিন মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল সজলকে। আগামীতে শেখর কাপুরের ‘হোয়াটস লভ গট টু ডু উইথ ইট’ ছবিতে দেখা যাবে তাঁকে।