Kolkata Metro: পুজোয় তিন দিন রাতেও পরিষেবা দেবে কলকাতা মেট্রো, জেনেনিন সম্পূর্ণ সময়সূচী

বাংলা হান্ট ডেস্ক: অন্যান্য বারের মতো এবারও স্পেশাল পরিষেবা দেবে কলকাতা মেট্রো। আজ কলকাতা মেট্রোর তরফ থেকে পুজো স্পেশাল নির্ঘন্ট প্রকাশিত হল। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রুটে মেট্রোর স্পেশাল পরিষেবা পাওয়া যাবে পঞ্চমীর দিন থেকে দশমী পর্যন্ত। অন্যদিকে ইস্ট- ওয়েস্ট মেট্রোর জন্যও বিশেষ নির্ঘণ্ট প্রকাশ করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এছাড়াও রাত জেগে ঠাকুর দেখার জন্য পূজোয় তিন দিন সারারাত ব্যাপী মেট্রো পরিষেবা পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।

পঞ্চমী থেকে ষষ্ঠী : দুর্গাপূজোয় পঞ্চমী ও ষষ্ঠীর দিন ২৮৮ টি মেট্রো চলাচল করবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। সকাল ৮ টা থেকে আপ ও ডাউন লাইনে পরিষেবা শুরু হবে। রাত ১০:৫০ পর্যন্ত এই দুদিন মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা।

সপ্তমী থেকে নবমী : পুজোয় সপ্তম থেকে নবমী পর্যন্ত কলকাতা মেট্রো ২৪৮ টি মেট্রো চালাবে। আপ এবং ডাউন এই দুই লাইনেই দুপুর ১ টা থেকে শুরু হবে পরিষেবা। দক্ষিণেশ্বরে শেষ মেট্রো ছাড়বে রাত ৩ টে বেজে ৪৮ মিনিটে। ভোর ৪ টেতে শেষ মেট্রো ছাড়বে দমদম ও কবি সুভাষ থেকে।

দশমী : কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে দশমীর দিন চলাচল করবে ১৩২ টি মেট্রো। দশমীর দিন দুপুর ১ টার সময় প্রথম মেট্রো ছাড়বে।দক্ষিণেশ্বর থেকে ৯টা ৪৮ মিনিটে, কবি সুভাষ থেকে ৯টা ৫০ মিনিটে এবং দমদম থেকে রাত ১০টায় ছাড়বে দশমীর শেষ মেট্রো।

Metro trial runs

কবি সুভাষ – দক্ষিণেশ্বর রুট ছাড়াও পুজো স্পেশাল মেট্রো ঘোষণা করা হয়েছে ইস্ট ওয়েস্ট লাইনের জন্যও। সপ্তমী থেকে নবমীর দিন পর্যন্ত এই রুটে ৭২ টি মেট্রো চলাচল করবে।দুপুর ১১ টা ৫৫ মিনিটে এই পরিষেবা শুরু হয়ে শেষ হবে রাত ১২ টায়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর