পশ্চিমবঙ্গের মুকুটে নয়া পালক, ফের ভারত সেরার তকমা পেল রাজ্য! গর্বের কথা জানালেন মুখ্যমন্ত্রী

বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের (West Bengal) মুকুটে নতুন পালক। স্বনির্ভর গোষ্ঠী তৈরিতে ভারতে (India) সবার সেরা পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে টুইট করে সকলকে এই সুখবর জানিয়েছেন। তিনি বলেছেন, ১০.০৪ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে পশ্চিমবঙ্গের স্বনির্ভর গোষ্ঠী সারা দেশের মধ্যে সেরার তকমা ছিনিয়ে নিয়েছে। ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের অন্তর্গত হয়ে এই সফলতা অর্জন করেছে পশ্চিমবঙ্গ।

যেখানে দেশের অন্যান্য প্রান্তে আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের জন্য গ্যারান্টার বা সম্পত্তি বন্ধকির প্রয়োজন হয় সেখানে পশ্চিমবঙ্গের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেদের পরিচয়পত্রেই ঋণ পেয়ে থাকেন। সেই ঋণের টাকা তারা ব্যবহার করছেন স্বনির্ভর গোষ্ঠীতে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে ঋণ পাওয়া অত্যন্ত সহজ।

সামান্য কিছু কাগজপত্র ও নিজেদের পরিচয় পত্রের মাধ্যমে তারা ঋণ গ্রহণ করতে পারেন। এর ফলে অতি সহজে ঋণ পাওয়ায় সেই টাকা স্বনির্ভর গোষ্ঠীতে লাগিয়ে তারা স্বনির্ভর গোষ্ঠীর কাজকে আরও ত্বরান্বিত করতে পারছেন। এছাড়াও সর্বশিক্ষা মিশনের পক্ষ থেকে প্রতিটি ব্লক সমবায়ের অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে পোশাক তৈরির বরাত দেওয়া হয়েছে। নবান্নের দাবি এই বিপুল পরিমাণ সুযোগ সুবিধা পশ্চিমবঙ্গ সরকার প্রদান করছে বলে আজ দেশের মধ্যে তারা প্রথম।

jpg 20220917 113928 0000 1

উল্লেখ্য, এর আগেও বহু ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিচারে সারাদেশের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান ছিল প্রথম। ১০০ দিনের বিভিন্ন প্রকল্প, জয় সরবরাহ, বুনিয়াদি শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে এক নম্বর স্থান অধিকার করেছে বাংলা। এর পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে “স্কচ” অ্যাওয়ার্ডও পেয়েছে পশ্চিমবঙ্গ।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর