না বড় ঘর, না কোনও গাড়ি! প্রধানমন্ত্রী মোদীর কাছে রয়েছে মাত্র এত টাকার সম্পত্তি

বাংলাহান্ট ডেস্ক : আজ নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিন। নামিবিয়া (Namibia) থেকে চিতা (Leopard) এনে নিজের ৭২তম জন্মদিনটিকে স্মরণীয়ও করে ফেলেছেন ইতিমধ্যেই। কিন্তু জানেন কি প্রধানমন্ত্রীর (Prime Minister) সম্পত্তির পরিমাণ কত? কোথায় কোথায় বাড়ি আছে তাঁর? প্রধানমন্ত্রীর অফিস থেকে এই বিষয়ে সম্পূর্ণ তথ্য দেওয়া হয়।

নিজেকে দেশের সেবক বলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পত্তির মোট পরিমাণ ২.২৩ কোটি টাকা। এই তথ্য পাওয়া গেছে পিএমও অফিস থেকে। জানা যাচ্ছে, গত এক বছরে প্রধানমন্ত্রীর সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ২৬ লক্ষ টাকা।

জানা যাচ্ছে, নরেন্দ্র মোদির এই টাকা বিভিন্ন ব্যাঙ্ক একাউন্টে এই রাখা আছে। এটা ছাড়া মোদির আর কোনও অস্থাবর সম্পত্তি নেই বলেই জানা গেছে। গান্ধীনগরে তাঁর একটি জমি ছিল বলে জানা যায়। তবে কিছু বছর আগে সেটি তিনি দান করেছেন। এছাড়া মিউচুয়াল ফাণ্ড বা শেয়ারেও কোন বিনিয়োগ নেই বলে জানা যাচ্ছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, কোন ব্যবসাতেও প্রধানমন্ত্রীর কোনও বিনিয়োগ নেই। এমনকি নিজের গাড়িও ব্যবহার করেন না প্রধানমন্ত্রী। তবে ১ লক্ষ ৭৩ হাজার টাকা মূল্যের ৪ টি আংটি তাঁর সম্পত্তির মধ্যে রয়েছে। ৩১ মার্চ ২০২২ তারিখে এই তথ্য ওয়েবসাইটে আপলোড করা হয়।

গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদি একটি জমি কেনেন। এই জমিটি তাঁর ব্যক্তিগত ছিল না। জানা যাচ্ছে, মোদি এই জমির তৃতীয় অংশীদার ছিলেন। ৪০১/এ সংখ্যার সেই জমির মালিকানাও এখন আর মোদির নামে নেই।

Sudipto

সম্পর্কিত খবর