বাংলাহান্ট ডেস্ক : আজ শনিবার বেলা পৌনে ১২টা নাগাদ টিটাগড়ের (Titagarh) একটি স্কুলের ছাদে বিস্ফোরণের (Blast) ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। স্কুল ঘুরে দেখে সাংবাদিকদের অর্জুন জানান, এতটাই তীব্র ছিল বিস্ফোরণ যে, সামনে কেউ থাকলে তার দেহ মিলত না। অর্থাৎ ছিন্নভিন্ন হয়ে যেত।
অনেকেই মনে করছেন, বিজেপির টিকিটে জিতে তৃণমূলে যোগ দেওয়া সাংসদের এই মন্তব্যই স্পষ্ট করে দিচ্ছে, কত বড় বিপদ থেকে রক্ষা পেল টিটাগড় সাউথ স্টেশন রোডের নিউ ইন্ডিয়া হাই স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকরা। এই ঘটনা নিয়ে শাসকদল ও সরকারকে কাঠগড়ায় তুলেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, বাংলায় এখন একটাই শিল্প। ঘরে ঘরে বোমার কারখানা। যা থেকে স্কুলও বাদ যাচ্ছে না। টিটাগড়ে স্কুলে বিস্ফোরণের ঘটনায় সিবিআই তদন্তেরও দাবি করেন লকেট।
এদিন অর্জুন দাবি করেন, প্রশাসনকে দ্রুততার সঙ্গে পদক্ষেপ করে অপরাধীদের গ্রেফতার করতে হবে। তাঁর দাবি করেন স্কুলে এই ধরনের ঘটনা কখনও হয়নি ব্যারাকপুর শিল্পাঞ্চলে।
স্থানীয়দের বক্তব্য, এই স্কুলে ১২০০-১৩০০ ছাত্রছাত্রী রয়েছে। আজকে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত ভয়াবহ। সময়ের এদিক ওদিক হলেই অনেকেরই জীবন চলে যেতে পারত। জানা যাচ্ছে, যে সময়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে সেই সময়ে স্কুলে দ্বিতীয় পিরিয়ডের ক্লাস চলছিল।
এই ঘটনার পর ওই স্কুলে পৌঁছন ব্যারাকপুর কমিশনারেটের ডিসি সেন্ট্রাল। বোমা কি ছাদেই মজুত রাখা ছিল নাকি বাইরে থেকে কেউ ছুড়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল থেকে বোমার স্প্লিন্টার উদ্ধার করেছেন তদন্তকারীরা।
ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনৈতিক হিংসা, সমাজবিরোধী দৌরাত্ম্য, আইনশৃঙ্খলার করুণ দশার ছবি গত তিন-চার বছরে বারবার বেআব্রু হয়ে গিয়েছে। কয়েক মাস আগেই হালিশহরে গঙ্গার ঘাটের বিস্ফোরণ কার্যত চমকে দিয়েছিল সকলকে। বারবার পুলিশ কমিশনার বদল করেও ব্যারাকপুরকে বাগে আনা যায়নি। এদিন ফের একবার বিস্ফোরণের ঘটনা ঘটল ভরা স্কুলের ছাদে। যা গভীর উদ্বেগের বলেই মত অনেকের।