বাংলাহান্ট ডেস্ক: বাহাত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ১৭ সেপ্টেম্বর তাঁর জন্মদিন উপলক্ষে গোটা দেশ থেকে আসছে শুভেচ্ছা বার্তা। জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন বলিউডের অভিনেতা অভিনেত্রীরাও। তবে এদের মধ্যে সবথেকে ভিন্ন সম্ভবত অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের (Mallika Sherawat) বার্থডে উইশটি। দেশের ‘সবথেকে এলিজিবল ব্যাচেলর’ নরেন্দ্র মোদীর জন্মদিনে ‘হ্যাপি বার্থডে’ গেয়ে শুনিয়েছিলেন তিনি।
অবশ্য সেটা এই ৭২ তম জন্মদিনে নয়। তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। সেটা ছিল তাঁর ৬৩ তম জন্মদিন। ২০১৩ সালে মোদীর জন্মদিনে একটি ভিডিও শেয়ার করেছিলেন মল্লিকা। এক টিভি শোতে নাটকীয় ভঙ্গিতে ‘হ্যাপি বার্থডে নরেন্দ্র মোদী’ গেয়ে শুনিয়েছিলেন তিনি।
সেই ভিডিওতে নরেন্দ্র মোদীকে ‘ভারতের সবথেকে এলিজিবল ব্যাচেলর’ বলেও দাবি করেছিলেন মল্লিকা। তাঁর ভিডিও বার্তাটিকে অনেকেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির উদ্দেশে গাওয়া অভিনেত্রী মেরিলিন মনরোর ‘হ্যাপি বার্থডে’ গানের সঙ্গে তুলনা করেছিলেন।
সে সময়ে দ্য ব্যাচেলরেট ইন্ডিয়া নামে একটি রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন মল্লিকা। নিজের যোগ্য ‘পারফেক্ট ব্যাচেলর’ এর খোঁজে শোতে পা রেখেছিলেন তিনি। জাতীয় টেলিভিশনে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রীর উদ্দেশে এমন ভঙ্গিতে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় প্রবল ভাবে সমালোচিত হয়েছিলেন মল্লিকা। এখনো পর্যন্ত তাঁর শুভেচ্ছা বার্তাটি নিয়ে চর্চা হয়।
Here is my most special birthday wish for @narendramodi ,the most eligible bachelor of India #BacheloretteIndia http://t.co/oR3WoDh3br
— Mallika Sherawat (@mallikasherawat) September 17, 2013
প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে কঙ্গনা রানাওয়াতও। তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। ছোটবেলায় স্টেশনে চা বিক্রি করা থেকে এই গ্রহের সবথেকে ক্ষমতাশালী ব্যক্তি হয়ে ওঠা, কী অভাবনীয় সফর! আপনার সুদীর্ঘ জীবন কামনা করি।
কিন্তু রামের মতো, কৃষ্ণের মতো, গান্ধীর মতো আপনি অমর। এ দেশের চেতনে আপনার নাম চিরতরে খোদাই হয়ে গিয়েছে। আপনাকে মানুষ চিরদিন ভালবাসবে। আপনার উত্তরাধিকার কেউ মুছে দিতে পারবে না। তাই আপনাকে অবতার বলি। আপনাকে নেতা হিসাবে পেয়ে আমরা ধন্য।’