বাংলা হান্ট ডেস্কঃ গভীর রাতে কখনো পায়চারি, তো কখনো আবার মাথা নিচু করে বসে! বর্তমানে সিবিআই (CBI) হেফাজতে ঠিক এভাবেই রাতযাপন করে চলেছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তাঁর এই কর্মকাণ্ডে হতবাক সিবিআই অফিসাররাও। এদিন পার্থর পাশাপাশি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলেও জানা গিয়েছে।
প্রথমে ইডি হেফাজত, পরবর্তীতে আদালতে নির্দেশে প্রেসিডেন্সি জেল হয়ে বর্তমানে সিবিআই নজরদারিতে নিজাম প্যালেসে দিন কাটছে প্রাক্তন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। এসএসসি কাণ্ডে পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৫০ কোটি নগদ অর্থ এবং একাধিক সোনা গয়না মেলায় গ্রেফতার করা হয় দুজনকেই। পরবর্তীতে আদালতের নির্দেশে জেল হেফাজত হয় তাদের।
এর মাঝেই সম্প্রতি বিশেষ আবেদনের ভিত্তিতে সিবিআই হেফাজত হয়েছে পার্থর। এক্ষেত্রে আদালতে দাঁড়িয়ে অঝোরে কান্নার পাশাপাশি বারংবার জামিন চেয়েও শেষ রক্ষা হয়নি। বর্তমানে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের ন্যায় সিবিআই হেফাজতই কপালে জুটেছে প্রাক্তন তৃণমূল নেতার আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পার্থর কর্মকাণ্ড ইতিমধ্যেই হতবাক করেছে তদন্তকারী অফিসারদেরও।
সিবিআই সূত্রে খবর, নিজাম প্যালেসের পাশাপাশি দুটি ঘরেই রাখা হয়েছে পার্থ এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। তবে এক্ষেত্রে কারোর সঙ্গে কারোর সাক্ষাৎ বারণ। এসএসসি দুর্নীতি মামলায় আসল সত্যতা সামনে আনতে পরবর্তীতে তাদের দুজনকে একইসঙ্গে জেরা করা হতে পারে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত ইস্যুতে কিভাবে দুর্নীতি করা হতো, সেই প্রসঙ্গে পার্থকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি বিশেষ কোনো সহযোগিতা করছেন না বলেই দাবি সিবিআই অফিসারদের।
এক্ষেত্রে প্রাক্তন তৃণমূল নেতা দাবি করছেন যে, এসএসসি মামলায় দুর্নীতি হয়ে থাকলেও তাঁর এ সম্পর্কে কোন ধারণা নেই। আবার অপরদিকে সিবিআইয়ের দাবি, দুর্নীতি মামলায় সরাসরি যোগ রয়েছে প্রাক্তন শিক্ষা মন্ত্রীর। তিনি ইচ্ছা কৃতভাবে দায় এড়িয়ে চলেছেন।
সিবিআই সূত্রে খবর, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে কোন সমস্যা না দেখা দিলেও রাতে ঘুমোতে অসুবিধা দেখা দিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। সারারাত ধরে কখনো পায়চারি, তো কখনো আবার মাথা নিচু করে বসে থাকছেন তিনি। গভীর রাতে কিংবা ভোরবেলায় ঘুম আসায় সকালে তা ভাঙতেও সময় লাগছে; যা দেখে হতবাক সকলে। তবে পরবর্তী সময়ে এসএসসি মামলায় পার্থকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নয়া কোন তথ্য হাতে পায় সিবিআই, আপাতত সেদিকে তাকিয়ে রাজ্যবাসী।