বাংলাহান্ট ডেস্ক: এক সময় যাঁর কৌতুক বোধ হাসিয়েছিল দুই বাংলাকে তাঁর জন্যই এখন দুশ্চিন্তার প্রহর গুনছে সকলে। আবু হেনা রনি (Abu Hena Roni), জনপ্রিয় কৌতুক রিয়েলিটি শো ‘মীরাক্কেল’ এর অন্যতম জনপ্রিয় প্রাক্তন প্রতিযোগী। বাংলাদেশের রনিকে ভালবাসায় ভরিয়ে দিয়েছিল এপার বাংলাও। তাঁরই এমন মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে মন খারাপ দুই বাংলার অনুরাগীদেরই।
বাংলাদেশের এক সরকারি অনুষ্ঠানে গ্যাস বেলুন বিষ্ফোরণে অগ্নিদগ্ধ হন আবু হেনা রনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউতে রাখা হয়েছিল কৌতুকশিল্পীকে। শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছে রনির। তবে এখন তাঁর অবস্থা কিছুটা স্থিতিশীল বলে জানান চিকিৎসক।
আবু হেনা রনিকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমকে চিকিৎসকরা জানিয়েছেন, আবু হেনা রনির শ্বাসনালী, একটা কান, দু হাত এবং মুখের বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে। চিকিৎসকরা এখনো রনিকে বিপদ মুক্ত বলে ঘোষনা করার পক্ষপাতী নন। ৭২ ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন তিনি। মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তাঁর জন্য।
আবু হেনা রনির পরিবারের অবস্থাও তথৈবচ। মা বিনা বেগম হাহাকার করছেন ছেলের অবস্থা দেখে। সংবাদ মাধ্যমের কাছে তাঁর আর্জি, “আমার ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি সবার কাছে আবেদন করছি, আল্লার কাছে দোয়া করতে যেন ও সুস্থ হয়ে আমার কোলে ফিরে আসে।”
মন ভারাক্রান্ত পরিবারের অন্য সদস্যদেরও। রনিই পরিবারের একমাত্র অবলম্বন। তাঁর যদি ভালমন্দ কিছু হয়ে যায়, পরিবারটা ভেসে যাবে। পরিবারের সকলেই রনির অনুরাগী, দেশবাসীর কাছে আবেদন করেছেন, রনির জন্য প্রার্থনা করতে। এত ভাল, হাসিখুশি একটা মানুষের যেন কোনো ক্ষতি না হয়।
বাংলাদেশি সংবাদ মাধ্যম সূত্রে খবর, বাংলাদেশের গাজীপুর মেট্রোপলিটন পুলিসের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়েছিলেন আবু হেনা রনি। অনুষ্ঠানে অতিথিদের ওড়ানোর জন্য কিছু গ্যাস বেলুন আনা হয়েছিল। মঞ্চের পাশেই রাখা ছিল সেগুলো। ওই গ্যাস বেলুন ফেটেই দুর্ঘটনা ঘটে। রনি সহ আরো কয়েকজন গুরুতর ভাবে অগ্নিদগ্ধ হয়েছেন।
আবু হেনা রনির দ্রুত সুস্থতা কামনা করেছেন মীরাক্কেলের মীর এবং প্রাক্তন বিচারক শ্রীলেখা মিত্র। মীর লিখেছেন, ‘আবু হেনা রনি নিজেই আগুন। ওকে পোড়ায় কার সাধ্য? দোয়া করবেন সবাই।’ শ্রীলেখা লিখেছেন, ‘আবু হেনা রনি, দ্রুত সুস্থ হয়ে ওঠ বাবু’।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!