উত্তরপ্রদেশ লোকসভায় মোদীর বিরুদ্ধে লড়াইয়ের পথে নীতীশ! পাশে অখিলেশ যাদব, তুঙ্গে জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিরুদ্ধে বিরোধীদের প্রধান মুখ হতে চলেছেন বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। সাম্প্রতিক সময়ে এ সম্পর্কিত একাধিক জল্পনাই উঠে চলেছে দেশের রাজনীতিতে আর এবার এর মাঝেই নয়া সংযোজন হতে চলেছে লোকসভা ভোটে নীতীশের অন্তর্ভুক্তি! সূত্রের খবর, মোদীর বারাণসী কেন্দ্রের নিকটবর্তী কোন লোকসভা কেন্দ্র থেকে সম্ভবত প্রার্থী হতে চলেছেন জেডিইউ (JDU) প্রধান।

উল্লেখ্য, সম্প্রতি বিহারে বিজেপির সঙ্গ ত্যাগ করে আরজেডি এবং কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতায় বসেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। এরপর থেকেই লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বিরোধীদের প্রধান মুখ হিসেবে উঠে আসছে শুরু করেন নীতীশ আর এবার সেই জল্পনাই আরও প্রকট হয়ে উঠলো।

জেডিইউ সূত্রে খবর, বর্তমানে দেশের রাজনীতিতে উঠে আসার স্বার্থে লোকসভায় নীতীশ কুমারকে প্রার্থী হওয়ার অনুরোধ জানিয়েছেন দলীয় নেতা কর্মীরা। এক্ষেত্রে মোদীর গড়ে তাঁর বিরুদ্ধে লড়াই করার মাধ্যমে সেই যাত্রা শুরু হতে চলেছে বলে জল্পনা।

বলে রাখা ভালো, লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ জয় প্রতিটি দলের প্রধান লক্ষ্য। বর্তমানে উত্তরপ্রদেশে বিজেপির মোট ৬৫ জন সাংসদ রয়েছে। ফলে সেখান থেকে লড়াই করে জয় লাভ করতে পারলে তা নীতীশ কুমারের জন্য দেশের রাজনীতিতে উঠে আসার রাস্তা আরো মসৃণ করবে বলেই মত বিশেষজ্ঞদের। সূত্রের খবর, উত্তরপ্রদেশের মোট তিনটি লোকসভা কেন্দ্র যথাক্রমে মির্জাপুর, আম্বেদকরনগর এবং ফুলপুর থেকে যেকোনো একটিতে বিহার মুখ্যমন্ত্রীর লড়াই করার সম্ভাবনা প্রবল। এক্ষেত্রে ফুলপুর আসনটি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। প্রধানমন্ত্রীর কেন্দ্র বারাণসী থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে এই জায়গাটি।

তবে আবার অপর একটি মহলের মতে, বিহারের বাইরে বিশেষত উত্তর প্রদেশে জেডিইউয়ের প্রভাব একপ্রকার নেই বললেই চলে। সেক্ষেত্রে লড়াই করতে গেলে অখিলেশ যাদবের দিকে তাকিয়ে থাকতে হবে নীতীশকে। যদিও ইতিমধ্যেই অখিলেশ দ্বারা নীতীশকে সমর্থন করা হতে চলেছে বলে খবর।

Untitled design 2022 08 12T131210.234

তবে শুধু জেডিইউ-ই নয়, এক্ষেত্রে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দলের তরফ থেকে উত্তরপ্রদেশে হেভিওয়েট কোনো প্রার্থী দেওয়া হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে একদিকে জেডিইউ এবং অপরদিকে তৃণমূল কংগ্রেস, সব মিলিয়ে ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বিরোধীরা কতখানি প্রতিরোধ গড়ে তুলতে পারে, আপাতত সেদিকেই তাকিয়ে সকলে।

Sayan Das

সম্পর্কিত খবর