এখন সবাই অভিনয় করে, রাতারাতি অভিনেতা তৈরি হয়, সোশ‍্যাল মিডিয়াকে কটাক্ষ অনির্বাণের

বাংলাহান্ট ডেস্ক: থিয়েটারের মঞ্চ, ছোটপর্দা, বড়পর্দা, ডিজিটাল মাধ‍্যম, অভিনয়ের সুযোগ এখন কম নয়। এমনকি সোশ‍্যাল মিডিয়াতেও অনেকে নিজেকে মডেল, অভিনেত্রী বলে দাবি করেন। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) মতে, এখন রাতারাতি অভিনেতা তৈরি হয়।

সম্প্রতি অভিযোগ উঠছে, থিয়েটারের অভিনেতা অভিনেত্রীরা বড়পর্দায় কাজ শুরু করলে নাকি বলা হচ্ছে তিনি ‘জাতে’ উঠেছেন। এ প্রসঙ্গে সম্প্রতি মুখ খোলেন অভিনেত্রী রায়তী ভট্টাচার্য। তাঁর বক্তব‍্য, কে কোন মাধ‍্যমে অভিনয় করবেন সেটা তার ব‍্যক্তিগত পছন্দ। কিন্তু থিয়েটারের সহকর্মীদের কাছ থেকে ‘তুই বেশ করে দেখালি’ গোছের মন্তব‍্য শুনতে আর ভাল লাগছে না।

Anirban
বিষয়টা নিয়ে সংবাদ মাধ‍্যমের কাছে মুখ খুলেছেন অনির্বাণ। এমনটা অনেকদিন ধরেই ঘটে আসছে। থিয়েটারের মঞ্চে ভাল অভিনয় করলে তাকে বড়পর্দায় আনা হয়। এতে কে প্রশংসা করল না করল তাতে কী যায় আসে? আর যদি খারাপ লাগে তাহলে সোশ‍্যাল মিডিয়া থেকেই বিদায় নেওয়া উচিত বলে মনে করেন অনির্বাণ।

তিনি আরো বলেন, অভিনেতা অভিনেত্রীরা সোশ‍্যাল মিডিয়ায় প্রোফাইল সাজানোর পেছনে যে শ্রম দিচ্ছেন সেটা অভিনয়ে দেন না। কিন্তু সোশ‍্যাল মিডিয়ায় ফলোয়ার দিয়ে তো কাজের বিচার করা হবে না। দিনের শেষে যে নিখুঁত অভিনয় করবে সেই প্রশংসা পাবে।

কটাক্ষ শানিয়ে অনির্বাণের মন্তব‍্য, এখন সবাই অভিনয় করে। রাতারাতি অভিনেতা তৈরি হয়ে যায়। ডাক্তারিতে যেমন অনেক খাটনি। পড়তে হবে, ল‍্যাব ওয়ার্ক আছে। কিন্তু অভিনয়ে তো তা নেই। অনেকেই ভাবে, অভিনয়ে কিচ্ছু করতে হয় না। শুধু নিজেকে ‘অভিনেতা’ বলে দাবি করলেই হয়ে যায়। সেখান থেকেই এত বিতর্ক তৈরি হয়েছে। এক চিকিৎসক এমবিবিএস পাশ করে চেম্বার করলে আরেকজন চিকিৎসক বলবেন না যে, বাহ তুই তো বেশ করে দেখালি।

Niranjana Nag

সম্পর্কিত খবর