বাংলাহান্ট ডেস্ক: বলিউডের (Bollywood) ঘুম উড়িয়ে দিয়েছে বয়কট ট্রেন্ড। তাবড় তাবড় সুপারস্টাররা কাত হয়েছেন, কয়েকশো কোটির বাজেট স্রেফ ধূলিসাৎ হয়েছে। চরম ক্ষতিতে পড়েছিলেন পরিচালক প্রযোজকরা। বিভিন্ন অভিযোগ তুলে একের পর এক হিন্দি ছবি বয়কট করছিলেন নেটনাগরিকদের একাংশ। এবার ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) বললেন, বয়কট বলিউড ট্রেন্ড খুবই ভাল।
বলিউডে ছবি বানালেও এই ইন্ডাস্ট্রির বিরুদ্ধে আগেও সরব হতে দেখা গিয়েছে বিবেককে। তিন খান সহ প্রযোজক করন জোহর, পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তিনি। বিবেকের মতে, বয়কট ট্রেন্ড এটাই প্রমাণ করে যে বলিউডের সিনেমাগুলি দেখে দেখে দর্শকরা কতটা বীতশ্রদ্ধ। তাঁর মতে, বয়কট সংষ্কৃতি ‘অত্যন্ত ভাল’ একটা বিষয়। আর শেষটাও ভাল হবে বলেই বিশ্বাস বিবেকের।
নেটনাগরিকদের একাংশকে বয়কট ট্রেন্ডে অধিক সক্রিয় থাকতে দেখা যাচ্ছে। অপর অংশ এই সংষ্কৃতির বিরোধিতা করছে। অনেকের মতে, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই বলিউডের বিরুদ্ধে ইচ্ছাকৃত ভাবে বয়কটের ট্রেন্ড শুরু করা হয়েছে। যদিও এমন দাবির বিরোধিতা করেছেন বিবেক। তাঁর মতে, এটা কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নয়। বরং বলিউডের বিরুদ্ধে সাংষ্কৃতিক বিদ্রোহ।
নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে পরিচালক বলেন, “কাশ্মীরি মুসলিম, বাঙালি, দক্ষিণ ভারতীয়দের বলিউডি ছবিতে ভুল ভাবে দেখানো হয়। তাই তারা বলিউডের উপরে খাপ্পা। বলিউড নিজেদের মধ্যবিত্ত গ্রাহকদের নিয়ে ঠাট্টা করে। ভাবে মানুষ বোকা। দক্ষিণ ভারতীয় তারকাদের মতো বলিউড তার দর্শকদের সঙ্গে যুক্ত নয়। তারা এমন ভাব দেখায় যেন তারা ভগবান। দক্ষিণ ভারতীয়, মরাঠি, বাংলা, ওড়িয়া ও অন্যান্য ভাষার ছবিগুলি দর্শকদের গল্পের সঙ্গে মিলে যায়। কিন্তু বলিউডে তা না।”
কিন্তু বিবেক অগ্নিহোত্রী তো নিজেও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিরই একটা অংশ। এখানেই তিনি ছবি তৈরি করেন। কাশ্মীর ফাইলস বলিউডের দর্শকদের জন্যই বানানো হয়েছিল। ব্লকবাস্টার হিটও হয়েছে ছবিটি। কিন্তু বিবেকের বক্তব্য আলাদা। এই ইন্ডাস্ট্রিতে ছবি বানিয়ে ব্যবসা করলেও নিজেকে বলিউডের অংশ বলে মনে করেন না তিনি।