বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল বেঙ্গালুরু এফসি তাদের ইতিহাসের প্রথম ডুরান্ড কাপ ঘরে তুলেছে। শক্তিশালী মুম্বাই সিটি এফসিকে ২-১ ফলে হারিয়ে এই ট্রফি ঘরে তুলেছে সুনীল ছেত্রীরা। স্বাভাবিকভাবেই শিবিরের সকলেই খুব খুশি ছিলেন। সুনীল ছেত্রীদের মুখের অভিব্যক্তি থেকেই তাদের আনন্দ অতি সহজে অনুমান করা যাচ্ছিল। কিন্তু তাল কাটলো একটি ঘটনায়।
গতকাল অরূপ বিশ্বাসের হাত থেকে যুবভারতীতে ডুরান্ড কাপ জয়ের চিহ্ন স্বরূপ ট্রফিটি তুলে দেওয়া হচ্ছিলো বেঙ্গালুরু এফসি কোচ সিমোন গ্রেসন এবং অধিনায়ক সুনীল ছেত্রীর হাতে। পুরস্কার তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা এবং বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল লা গানেশন। তার করা একটি কান্ডতেই গোল বাধে।
পুরস্কার হাতে ওঠার পর যখন ছবি তোলা হচ্ছিল তখন সুনীল ছেত্রীর আড়ালে কিছুটা ঢাকা পড়ে গিয়েছিলেন গানেশন। আচমকাই তিনি সুনীল ছেত্রীকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দেন এবং ফটোতে নিজের ভালো জায়গা করে নেন। যদিও সেই ঘটনায় ভারত তথা বেঙ্গালুরু এফসি অধিনায়ক সুনীল ছেত্রী কিছু মনে করেননি, কিন্তু তা দেখে ক্ষুব্ধ গোটা ভারতবর্ষের ফুটবলপ্রেমীরা।
Sums up the tragic state of Indian Football pic.twitter.com/0D94Y41utE
— Winona (@_ahania) September 18, 2022
সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতা এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ফুটবলপ্রেমীরা। অনেকেই বলেছেন বড় বড় নেতাদের এই অভব্য মনোভাবের জন্যই ভারতীয় ফুটবলের উন্নতিতে অনেক বড় বাধার সম্মুখীন হতে হয়। সুনীল ছেত্রী সঙ্গে যা করা হলো একই কাজ যদি বিরাট কোহলি কিম্বা রোহিত শর্মার মত ক্রিকেটাররা উপস্থিত থাকতো তাহলে কোনভাবেই করতে পারতেন না এই গানেশনের মত মানুষরা।
প্রসঙ্গত, কাল ম্যাচে প্রথম গোলটি করেছিলেন বেঙ্গালুরুর শিবশক্তি। তারপর বেঙ্গালুরু এফসি গোলরক্ষক গুরপ্রীত সিংয়ের ভুলে সমতা ফিরিয়েছিল মুম্বাইয়ের আপুইয়া। কিন্তু দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে অধিনায়ক সুনীল ছেত্রীর নেওয়া অসাধারণ কর্নার থেকে হেড করে বেঙ্গালুরু কে কাঙ্খিত জয় এনে দেন কোস্তা।