কার কভার ড্রাইভ বেশি ভালো? নেট প্র্যাক্টিসে প্রতিযোগিতা শুরু কোহলি ও সূর্যকুমারের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আগামীকাল থেকে রোহিত শর্মার নেতৃত্বে অজিদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ক্যাঙ্গারুরা বিশ্রাম দিলেও অস্ট্রেলিয়াকে হালকা ভাবে নিচ্ছেন না কোনও ভারতীয় ক্রিকেটারই। এশিয়া কাপের হার এখন অতীত। এখন ভারতকে প্রস্তুত হতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। তবে এশিয়া কাপের কথা থেকে প্রাপ্ত ইতিবাচক এবং নেতিবাচক বিষয়গুলি ভুলতে পারছেন না ভারতীয় ক্রিকেটের সমর্থকরা।

ওই সিরিজের সবচেয়ে ইতিবাচক দিক ছিল বিরাট কোহলির ফর্মে ফেরা। দুটি অর্ধশতরান এবং একটি শতরান সহ বিরাট কোহলি এশিয়া কাপের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এবং ভারতীয় দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। তাকে ফর্মে ফিরতে দেখে স্বস্তি পেয়েছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। আরো একটি ব্যাপার ভারতের ক্রিকেট ভক্তদের উদ্বেগ বাড়াচ্ছে।

এশিয়া কাপের আগে এইমুহূর্তে ভারতের শ্রেষ্ঠ ক্রিকেটারের তকমা পাওয়া সূর্যকুমার যাদব একেবারেই ছন্দে নেই। এশিয়া কাপে হংকং ছাড়া আর কোনও দেশের বিরুদ্ধে তার ব্যাট জ্বলে ওঠেনি। পাকিস্তানের বিরুদ্ধে দুটি ম্যাচে এবং শ্রীলংকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি ছিলেন আশ্চর্য রকমের ফিকে।

তবে ক্যাঙ্গারুদের বিরুদ্ধে মাঠে নামার আগে বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব দু’জনকেই ডেটে রীতিমতো ভালো ছন্দে ব্যাটিং করতে দেখা গিয়েছে। পাশাপাশি নেটে ব্যাটিং করার সময় যেন কে বেশি দৃষ্টিনন্দন শট খেলতে পারবেন তার প্রতিযোগিতা শুরু করেছিলেন দুই তারকা ক্রিকেটার। দু’জনকেই বেশ কয়েকবার লেগ স্টাম্পের ওপর পড়া বল গুলিকে অসাধারণ ভঙ্গিতে ক্লিক করতে দেখা যায়। সেই সংক্রান্ত একটা ভিডিও সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভারতীয় ক্রিকেট প্রেমীরা আশা করবেন নেটে যেমন দাপট দেখাচ্ছেন দুই ক্রিকেটার, কাল থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হতে চলা সিরিজেও ঠিক ততটাই মারাত্মক ব্যাটিং করবেন দুজনেই।

অজিদের বিরুদ্ধে সম্ভাব্য ভারতীয় একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবি অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, যশপ্রীত বুমরা, হর্ষল প্যাটেল

Reetabrata Deb

সম্পর্কিত খবর