বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, বাংলার এই চারটি জেলায় বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্ক : সামনেই উৎসব। চূড়ান্ত পর্যায়ে উৎসব আগের ব্যস্ততা। শেষ মুহুর্তে চলছে পূজার কেনাকাটা । আর সে এত প্রস্তুতি বিফলে যাবে আবহাওয়া খারাপ হলে, বৃষ্টি পড়লে, জল জমলে। অবশ্য আবহাওয়া (Weather Report Today) নিয়ে বাংলার মানুষ খুব একটা নিশ্চিন্তে থাকতে পারছেন না। কেননা, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপরেখা অবস্থান করছে। রেখাটির অভিমুখ আপাতত ওডিশা উপকূলের দিকেই। আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ আর একটু শক্তি বাড়াবে বলেই খবর। এছাড়া মৌসুমী অক্ষরেখা রাঁচি থেকে বালেশ্বর হয়ে এই নিম্নচাপের উপর বিস্তৃত।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩১.৩° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২১.৬° সেলসিয়াস
আর্দ্রতা : ৯২%
বাতাস : ১৭ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৯১%

আজকের আবহাওয়া : আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সব কটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে আপাততভাবে সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।

আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে খুব বেশি বৃষ্টি হবে না। আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুধুমাত্র আজ সোমবার দুই মেদিনীপুর ঝাড়গ্রাম ও দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২৪ ঘণ্টা পর থেকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বৃষ্টি বাড়বে। যেহেতু সমুদ্রের উপরে এই নিম্নচাপরেখাটি রয়েছে তাই আগামী ২৪ ঘণ্টায় এটি তার শক্তি ক্রমশ বাড়াবে। তাই মৎস্যজীবীদের সোমবার ও মঙ্গলবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের জন্য এই মুহূর্তে আলাদা করে কোনও সতর্কতা নেই।

আগামীকালের আবহাওয়া : দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টা প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সম্ভাবনা রয়েছে। দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে। এর পরের ৩-৪ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে, আকাশও মেঘলা থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

Sudipto

সম্পর্কিত খবর