বাংলাহান্ট ডেস্ক : সম্প্রদায়িক হাঙ্গামায় বিপর্যস্ত ব্রিটেন। কয়েক দিন আগেই কানাডার স্বামীনারায়ণ মন্দিরে হামলা চালিয় খালিস্তানি জঙ্গিরা। এরপরই এবার সাম্প্রদায়িক সংঘর্ষের (Communal unrest) ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল ইংল্যান্ডের (Englamd) লিসেস্টার শহরে (Leicester)। এই শহরটিতে একাধিক হিন্দু মন্দির (Hindu temple) ভাঙচুর (vandalized) করে পতাকা ছিঁড়ে ফেলার মতো ঘটনাও ঘটেছে বলে জানা যাচ্ছে। স্থানীয় পুলিস সূত্রে জানা যাচ্ছে, এই ঘটনায় হাত রয়েছে ইসলামিক জিহাদি গোষ্ঠীর।
শনিবার রাতে হঠাৎই ঝামেলা শুরু হয় লিসেস্টারে। একাধিক হিন্দু মন্দিরে ভাঙচুর ও তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। ছিঁড়ে ফেলা হয় মন্দিরের গেরুয়া পতাকা। এমনকি এলাকার লোকজনের বাড়িতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়। জানা যাচ্ছে, ওই অঞ্চলের বাসিন্দা হিন্দুদের পরিবারের শিশুদের পণবন্দি করে রাখার চেষ্টাও করে দুষ্কৃতীরা।
পুলিস সূত্রে জানা যাচ্ছে, এই ঘটনা শুরু হয় গত মাসে ভারত পাকিস্তান এশিয়া কাপ ম্যাচ থেকে। তখন ওই এলাকা হিন্দু পরিবারগুলিকে পণবন্দি করে রাখার চেষ্টা করে একদল দুষ্কৃতী। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হতেই তারা সরাসরি হামলা চালায় হিন্দু মন্দির এবং পরিবারগুলির উপর। পুরো হামলার ঘটনাটি কে ইসলামিক জিহাদিদের ‘টার্গেট অ্যাটাক’ বলেি মনে করে পুলিস। শনিবার একই ধাঁচে হিন্দু মন্দির ও পরিবারগুলির উপর আবারও হামলা হয়।
রবিবার ভোর পর্যন্ত এই অশান্তির চলেছিল। পুলিস জানায়, হিন্দুদের উপর হিংসাত্মক হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারির দাবি তুলে এলাকার বাসিন্দারা শনিবার বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন। সেই বিক্ষোভ দেখে আরও অনেকেই রাস্তায় নেমে আসেন। তারপরই ক্রমশ বাড়তে থাকে উত্তাপ। ঘটনাস্থলে পৌঁছায় পুলিস বাহিনী। আইন মেনে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টাও করেন তাঁরা।
এই ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই মুহুর্তে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে লিসেস্টার পুলিস বিভাগ।