১৫ হাজার কোটি খরচে তাজপুরে নতুন সমুদ্র বন্দর তৈরি করবে আদানি গ্রুপ, ছাড়পত্র দিল রাজ্য

বাংলাহান্ট ডেস্ক : ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগে তাজপুর বন্দর তৈরির অনুমতি দিল রাজ্যের মন্ত্রিসভা (Council of Minister of State)। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বন্দর তৈরির সিদ্ধান্তকে সমর্থন জানাল হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে আয়োজিত হয় এই বৈঠক। নতুন সমুদ্র বন্দর গড়ার দায়িত্ব পেলেন আদানি গোষ্ঠী (Adani Groups)। তাজপুরে সমুদ্র বন্দর নির্মাণের কাজ আরও বেশ কিছুটা এগিয়ে গেল।

মন্ত্রিসভার বৈঠকের পর বিধানসভায় ফিরহাদ হাকিম জানান, ‘লেটার অফ ইনটেন্ড’ হাতে দিয়ে তাঁদের আহ্বান জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘অনেক দিন ধরেই তাজপুরে বন্দর করার জন্য টেন্ডার ও ডিপিআর প্রসেস চলছিল। দু’জন অংশগ্রহণ করেছিল এ বিষয়ে। তাজপুর বন্দর করতে সর্বোচ্চ দরপত্র দিয়েছে আদানি গোষ্ঠী।’

বিশেষ সূত্রে জানা যাচ্ছে, ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে এই বন্দর। প্রাথমিক ভাবে এই বন্দরের পরিকাঠামোগত উন্নয়নের কাজ করবে রাজ্য সরকার। বাংলায় প্রথম গভীর সমুদ্র বন্দরের পরিকাঠামো গড়তে আরও ১০ হাজার কোটি টাকা খরচ হবে বলে জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সব মিলিয়ে প্রায় ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে নতুন এই বন্দর। জানা যাচ্ছে, তাজপুর থেকে পাঁচ কিলোমিটার দূরে তৈরি হবে এই বন্দর। এটি তৈরি হলে ভাবে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান তিনি। ডানকুনি ও রঘুনাথপুর শিল্পনগরী থেকে এই বন্দরে যাতায়াত অতি সুবিধাজনক বলেই দাবি করেছে রাজ্য সরকার। এ ছাড়াও এই বন্দর দিয়ে উত্তরবঙ্গের সঙ্গে জলপথে বাণিজ্য করা সম্ভব হবে।

২০২২ সালের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শিল্পপতি গৌতম আদানি তাজপুর বন্দর নিয়ে তাঁর আগ্রহের কথা প্রকাশ করেন। তারপরই রাজ্য সরকার নিশ্চিত ছিল যে আদানি গোষ্ঠীর পশ্চিমবঙ্গে বড়সড় বিনিয়োগ করতে চলেছে। সোমবার সেই সম্ভাবনাতেই পড়ে গেল সরকারি ছাপ।

Sudipto

সম্পর্কিত খবর