বাংলাহান্ট ডেস্ক : বিস্ফোরক দাবি করলেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। উদ্ধার হওয়া ৪৯ কোটি ৮০ লক্ষ্য টাকার অন্য কারুর নয় বরং পার্থ চট্টোপাধ্যায়েরই (Partha Chattejee)। এমনকি ওই ৫ কোটি টাকার সোনার মালিকও পার্থই। ইডির (ED) কাছে জেরায় অকপট ভাবে স্বীকার করলেন অর্পিতা। চার্জশীটে উল্লেখ রয়েছে বেলঘরিয়ার ক্লাব টাউন ও টালিগঞ্জের ডায়মন্ড সিটির ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকার মালিক পার্থ চট্টোপাধ্যায়।
অর্পিতা মুখোপাধ্যায় জেরায় জানান, ‘নিরাপত্তার কথা ভেবে এতদিন তথ্য গোপন করেছিলাম। সব টাকা পার্থ চট্টোপাধ্যায়েরই। টাকার উৎস বলতে পারবেন পার্থ নিজেই।’ ইডি-কে লিখিত ভাবে একথা জানান অর্পিতা। এর উল্লেখ রয়েছে ইডির চার্জশিটেও। এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে এটাই ইডির প্রথম চার্জশিট।
গ্রেফতারির পর প্রথম থেকেই উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকার মালিক কে, টাকার উৎস কী, এই সমস্ত প্রশ্নের উত্তর বার বারই এড়িয়ে যান অর্পিতা মুখোপাধ্যায়। বার বারই তিনি দাবি করেন টাকার ব্যাপারে তিনি কিছুই জানেন না। মাঝে মাঝে কয়েকজন লোক এসে কিছু পার্সেল রেখে যেত শুধু। ওই ঘরে তাঁর ঢোকারও অধিকার ছিল না। এমনকি, তিনি এও দাবি করেন যে, ফ্ল্যাটে যখন ইডি তল্লাশি করে, তখন তিনি বাথরুমে ছিলেন। কিন্তু ইডিকে লেখা অর্পিতার চিঠিতে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো তথ্য উঠে এল।
অর্পিতার বিচার বিভাগীয় হেফাজতের পর, ৪ অগস্ট তদন্তকারী অফিসাররা তাঁকে জেরা করার জন্য যখন আলিপুর মহিলা সংশোধনাগারে যান, তখন ইডির কাছে চাঞ্চল্যকর দাবি করেন অর্পিতা মুখোপাধ্যায়। বিস্ফোরক মন্তব্য করেন তিনি। স্পষ্ট জানান, এতদিন নিজের ও তাঁর মায়ের নিরাপত্তার কথা ভেবেই ভয়ে সত্য গোপন করেন। যার উল্লেখও রয়েছে চিঠিতে। তারপরই লিখিত আকারে বিবৃতি দিয়ে তিনি জানান, উদ্ধার হওয়া ৪৯.৮ কোটি টাকা ও ৫ কোটি টাকার সোনার মালিক সবটাই পার্থ চট্টোপাধ্যায়েরই। তিনি-ই বলতে পারবেন ওই টাকার উৎস।
শুধু টাকা-সোনার মালিকের নাম প্রকাশ্যে আসা-ই নয়, ইডি চার্জশিটে আরও জানিয়েছে যে অর্পিতা মুখোপাধ্যায়ের ৩১টি এলআইসি পলিসির বার্ষিক প্রিমিয়াম দেড় কোটি টাকা। তদন্তে প্রমাণ পাওয়া গিয়েছে, ৩১টির মধ্যে বেশিরভাগেরই বার্ষিক প্রিমিয়াম ৫০ হাজার টাকা। আর বাকিগুলির ৪৫ হাজার টাকা। পার্থ চট্টোপাধ্যায়ের মোবাইল সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবটরিতে পাঠানো হয়। সেখানেই পরীক্ষা-নিরীক্ষায় তার থেকে এলআইসি-র প্রিমিয়াম জমা দেওয়ার মেসেজ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে।