বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলার পাশাপাশি গরু পাচার মামলা উঠে আসায় উত্তপ্ত বঙ্গ রাজনীতি। এই মামলায় প্রথমেই গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দেহরক্ষী সায়গল হোসেনকে (Saygal Hossain)। সম্প্রতি এই মামলায় সিবিআইয়ের (CBI) হাতে ধরা পড়েন অনুব্রত আর এরপর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসেছে। তদন্তের জাল গোটাতে তৎপর সিবিআই আর এবার তাদের নজরে উঠে এলো বোলপুরের (Bolpur) ভারত সেবাশ্রমের (Bharat Sevashram) নাম।
গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিবিআইয়ের হাতে। এক্ষেত্রে অনুব্রত ঘনিষ্ঠ আত্মীয় ও ব্যবসায়ীদের নামে কোটি কোটি টাকার সম্পত্তি পাওয়ার পাশাপাশি তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নামেও একাধিক কোম্পানি এবং জমির খোঁজ পেয়েছে তদন্তকারী অফিসাররা। সেই ধারা বজায় রেখেই এবার নজরে এলো ভারত সেবাশ্রমের মুলুক শাখা।
অনুব্রত গ্রেফতারির পর থেকেই বোলপুরে তৃণমূল নেতা এবং তাঁর কন্যার নামে একের পর এক সম্পত্তির খোঁজ পেয়ে চলেছে সিবিআই। সম্প্রতি, এই মামলায় সুকন্যা মণ্ডলকে জেরা করে তারা। এরপরই বেশ কয়েকটি স্থানে সন্ধান চালানোর মাধ্যমে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলো ভারত সেবাশ্রমের সুরুল মৌজার একটি দেড় বিঘা জমি।
সূত্রের খবর, সুকন্যা মণ্ডলের কোম্পানি জমিটিকে প্রায় দেড় কোটি টাকা দিয়ে ক্রয় করে। এক্ষেত্রে এভাবে কোনো জমি বিক্রি করার নিয়ম নেই ভারত সেবাশ্রমে। তবুও কিভাবে অনুব্রত কন্যা এই জমি কিনলেন এবং সে ক্ষেত্রে দেড় কোটি টাকার উৎস কি, তা ঘিরে ইতিমধ্যেই একের পর এক প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।
সূত্র মারফতে জানা যাচ্ছে, ভারত সেবাশ্রমকে জনসেবামূলক কাজে ব্যবহার করার জন্য এই জমিটি দান করেছিলেন সুচিন্ত্যকুমার চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি। তবে এক্ষেত্রে কোনো গভীর রহস্য রয়েছে কিনা, তা ইতিমধ্যেই খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। ভারত সেবাশ্রমে তল্লাশি চালানো হয়েছে বলেও জানা গিয়েছে।
এক্ষেত্রে যদি ওই ব্যক্তি ভারত সেবাশ্রমকে দান হিসেবে জমিটি প্রদান করে থাকেন, তাহলে সেটি সুকন্যা মণ্ডলের কোম্পানিকে কেনই বা বিক্রি করা হলো এবং ক্রয়ের দেড় কোটি টাকা এলই বা কোথা থেকে, সে সকল বিষয়গুলি মূলত খতিয়ে দেখছে সিবিআই।