বাংলাহান্ট ডেস্ক: সিরিয়ালের (Serial) ক্ষেত্রে টিআরপি (TRP) খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। একথা বহুবার শুনেছেন দর্শকরা, পাঠকরা। কারণও রয়েছে। এই টিআরপির হেরফের নিমেষে ভাগ্য বদলে দিতে পারে জনপ্রিয় সিরিয়ালেরও। এক সময় যে সিরিয়াল টিআরপি শীর্ষে থাকত সেই সিরিয়ালেও পড়তে পারে দাঁড়ি। কয়েক মাস চলার পরে যে একের পর এক সিরিয়াল শেষ হয়ে যায়, তার কারণও অধিকাংশ ক্ষেত্রে কম টিআরপি।
সিরিয়াল শুরু হলে এক সময় না এক সময় শেষ হবেই। সেই প্রক্রিয়াকে কিছুটি ত্বরান্বিত করে কম টিআরপি। বিগত কয়েক মাসে একসঙ্গে একাধিক সিরিয়াল শেষ হয়ে গিয়েছে। এবার দর্শকদের বড়সড় একটা ধাক্কা দিয়ে তালিকায় জুড়তে চলেছে ‘মিঠাই’ (Mithai) এর নাম। জি বাংলার বহুল জনপ্রিয় এই সিরিয়াল সবথেকে বেশি সময় ধরে বাংলা সেরার খেতাব ধরে রেখেছিল।
একটা সময় এমনো এসেছিল, যে সাপ্তাহিক টিআরপি তালিকাতে মাসের পর মাস ধরে সেরা থেকেছে মিঠাই। রেকর্ডও গড়েছে এই সিরিয়াল। কিন্তু দর্শকদের উন্মাদনা চিরকাল এক রকম থাকে না। ধীরে ধীরে ক্ষীণ হচ্ছে সিড মিঠাই জনপ্রিয়তা। সেটা খুবই স্পষ্ট টিআরপি তালিকায়। জমজমাট পর্ব এনেও দর্শক ফেরাতে পারছেন না নির্মাতারা।
এর মধ্যেই টেলিপাড়ায় খবর ছড়িয়েছে, জি এর মহারথী ‘মিঠাই’ নাকি শেষ হতে চলেছে। চ্যানেলের সুখ দুঃখের সঙ্গী ছিল এই সিরিয়াল। কিন্তু মিঠাইয়ের টিআরপি এখন কম। বেশ অনেকদিন হয়েও গেল শুরু হয়েছে সিরিয়ালটি। তাই নাকি পুজোর পরেই মিঠাই শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শোনা যাচ্ছে, পুজোর পরেই জি তে একগুচ্ছ নতুন সিরিয়াল শুরু হবে। যেহেতু চ্যানেলে এখন প্রায় বেশিরভাগ সিরিয়ালই নতুন চলছে, তাই পুরনোদেরই জায়গা ছাড়তে হবে। আর পুরনোদের মধ্যে অন্যতম মিঠাই।
অবশ্য এমন গুঞ্জন আগেও ছড়িয়েছিল। কিন্তু কোনো মন্তব্য করেননি নির্মাতা বা কলাকুশলীরা। তারা বরাবরই বলে আসছেন, টিআরপির হেরফের তাদের মন বা কাজে প্রভাব ফেলে না। কিন্তু চ্যানেল শেষমেষ কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।