এবার আদানিকে কড়া টক্কর! দেউলিয়া হয়ে যাওয়া কোম্পানির ভাগ্য ফিরিয়ে মাঠে নামছে টাটা গ্রুপ

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই টাটা গ্রূপের (Tata Group) সাথে সংযুক্ত রিসার্জেন্ট পাওয়ার ভেঞ্চার্স (Resurgent Power Ventures Pte. Ltd) দেউলিয়া প্রক্রিয়ার মাধ্যমে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ পাওয়ার ট্রান্সমিশন কোম্পানির (South East U.P. Power Transmission Company, SEUPPTCL) অধিগ্রহণ সম্পন্ন করেছে।

এই প্রসঙ্গে সংস্থাটি জানিয়েছে যে, এই দেউলিয়া সমাধান প্রক্রিয়ার অধীনে লেনদেনের মাধ্যমে বকেয়া ঋণের এককালীন অর্থপ্রদান সহ ৩,২৫১ কোটি টাকার ইক্যুইটি শেয়ার কেনা এবং SEUPPTCL-এর কাছে থাকা নগদ ব্যালেন্সের অর্থ প্রদান অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে, এই ক্ষেত্রে টাটা গ্রূপের সাথে সংযুক্ত থাকা ওই সংস্থার অন্তর্ভুক্তি যে পরোক্ষভাবে আদানি পাওয়ার (Adani Power)-কে কড়া টক্কর দেবে তা আর বলার অপেক্ষা রাখে না।

এমতাবস্থায়, রিসার্জেন্ট পাওয়ার অনুযায়ী জানা গিয়েছে যে, ইতিমধ্যেই ঋণসংক্রান্ত বিষয়টির নিষ্পত্তি করা হয়েছে। যার ফলে, South East U.P. Power Transmission Company এখন রিসার্জেন্ট পাওয়ারের একটি সহযোগী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, SEUPPTCL-এর প্রায় ১,৫০০ কিলোমিটারের একটি ট্রান্সমিশন লাইন এবং পাঁচটি সাব-সেন্টার রয়েছে।

এছাড়াও, ওই প্রকল্পের আওতায় থাকা প্রায় ৯০০ কিলোমিটার ট্রান্সমিশন সংযোগের কাজ এখনও শেষ হয়নি। জানা গিয়েছে এই ট্রান্সমিশন প্রকল্পের মোট এন্টারপ্রাইজ মূল্য প্রায় ৬,৫০০ কোটি টাকা হবে।

tata adani

রিসার্জেন্টে টাটার অংশীদারিত্ব: উল্লেখ্য যে, টাটা পাওয়ারের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী সংস্থা টাটা পাওয়ার ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের (Tata Power International Pte. Ltd, TPIPL) রিসার্জেন্ট পাওয়ারে ২৬ শতাংশ শেয়ার রয়েছে। অপরদিকে, আইসিআইসিআই ব্যাঙ্কেরও রিসার্জেন্ট পাওয়ারের কাছে ১০ শতাংশ শেয়ার রয়েছে। এমতাবস্থায়, বাকি ৬৪ শতাংশ অংশীদারিত্ব অন্যান্য গ্লোবাল বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর