একই পথে হেঁটে হার রোহিতের ভারত ও বাবরের পাকিস্তানের, মিল দেখলে চোখ কপালে উঠবে আপনারও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারত এবং পাকিস্তান যেন একই বৃন্তে দুটি কুসুম। সাম্প্রতিক অতীতে দুই দলের পারফরম্যান্সের ধারায় বেশ কিছু মিল দেখা যাচ্ছে। সাম্প্রতিক অতীতে আইসিসির প্রতিযোগিতাগুলিতে আশা জাগিয়ে হতাশ করছে ভারতীয় দল। ঠিক একই রকম কাজ করছে পাকিস্তানও। দুই দেশেরই ক্রিকেটের আঙিনায় শেষ জেতা আইসিসি ট্রফি হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সকলেই আশা করেছিল যে সদ্যসমাপ্ত এশিয়া কাপ ঘরে তুলবে ভারত। কিন্তু ভারত ব্যর্থ হয়েছিল। ভারত টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর সকলে ভেবেছিল পাকিস্তানের এশিয়া কাপ জয় নিশ্চিত। কিন্তু শ্রীলঙ্কার কাছে ফাইনাল হেরে হতাশ করেছে পাকিস্তানও। কিন্তু মঙ্গলবার রাতে দুই দলই যেভাবে দেশের মাটিতে শুরু হওয়া দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ম্যাচে একই ভঙ্গিতে হারের মুখ দেখলো তা যেন সিনেমার গল্পকেও হার মানায়।

এইমুহূর্তে ঘরের মাটিতে একটি ‘SENA’ দলের (অস্ট্রেলিয়ার) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারতীয় দল। সেই একই ধারা অনুসরণ করে ঘরের মাটিতে একটি ‘SENA’ দলের (ইংল্যান্ডের) বিরুদ্ধে সিরিজ খেলছে পাকিস্তানও। ভারত এইমুহূর্তে বিশ্বচ্যাম্পিয়ন (টি-টোয়েন্টি ফরম্যাটে) দলের বিরুদ্ধে সিরিজ খেলছে। পাকিস্তান ও একইভাবে বিশ্বচ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে সিরিজ খেলছে।

আশ্চর্যের ব্যাপার এখনো বাকি থাকছে। ভারত ও পাকিস্তান দুই দলের অধিনায়কই টসে হারেন। টসে জেতার পর অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। ঠিক একই ভাবে টস জেতার পর ইংল্যান্ড অধিনায়ক মঈন আলী প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই ম্যাচে দুই প্রতিবেশী দেশই নিজেদের বিশ্বকাপের জন্য প্রস্তুত নতুন জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামে। এরপর ভারত ও পাকিস্তান দুই দলের অধিনায়কই ওপেন করতে নেমে নন-স্ট্রাইকার প্রান্তে গিয়ে দাঁড়ান।

GridArt 20220921 024404070

এখানেই শেষ নয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের এক ওপেনার এবং ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের এক ওপেনার অর্ধশতরান করেন। ভারতের হয়ে অর্ধশতরান করেছিলেন লোকেশ রাহুল। তিনি মাত্র একজন সঙ্গীর সঙ্গে (সূর্যকুমার যাদব) ৫০-এর বেশি রানের পার্টনারশিপ গড়তে পেরেছিলেন। একই ঘটনা ঘটে পাকিস্তানের ওপেনার মহম্মদ রিজওয়ানের সঙ্গে। তিনি অর্ধশতরান করেন এবং কেবলমাত্র একজন সঙ্গীর সঙ্গে (বাবর আজম) ৫০-এর বেশি রানের পার্টনারশিপ গড়তে পেরেছিলেন। দুই দলের ইনিংসের ক্ষেত্রেই একজন ফিনিশার আগ্রাসী ব্যাটিং করে দলকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেন। ভারতের হয়ে কাজটি করেন হার্দিক পান্ডিয়া (৭১ বলে ৩০)। পাকিস্তানের হয়ে কাজটি করেন ইফতিকার আহমেদ (১৭ বলে ২৮)।

এরপর রান তাড়া করতে নেমে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার একজন ওপেনার অর্ধশতরান করেন। ঠিক তেমনভাবেই পাকিস্তানের প্রতিপক্ষ ইংল্যান্ডের একজন ওপেনার অর্ধশতরান করেন। এরপর দুই দলের ম্যাচই শেষ ওভার অবধি পৌঁছেছিল। ভারতের ক্ষেত্রে যেমন ম্যাচ শেষ ওভার অবধি পৌঁছলেও শেষ ওভার শুরুর আগে সকলে বুঝে গিয়েছিল যে ভারত কোনওভাবেই এই ম্যাচ জিতবে না, ঠিক একইভাবে যখন পাকিস্তানের ম্যাচ শেষ ওভার অবধি পৌঁছায়, তখন সকলে জেনে গিয়েছিল যে ইংল্যান্ড এই ম্যাচে জয়ী হচ্ছে। ভারতের ক্ষেত্রে অজিদের ইনিংসের ১১৬ তম বলে চার মেরে ম্যাচ শেষ করে দেন প্যাট কামিন্স। পাকিস্তানের ক্ষেত্রে ইংল্যান্ডের ইনিংসের ১১৬ তম বলে চার মেরে ম্যাচ শেষ করেন হ্যারি ব্রুক। ভারত ও পাকিস্তান দুই দলই চার বল বাকি থাকতে ম্যাচ হারে। দুই দলেরই স্পিনার অলরাউন্ডার (অক্ষর প্যাটেল ও মহম্মদ নওয়াজ) ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে ম্যাচের সবথেকে কৃপণ বোলিং পারফরম্যান্সটি নিজেদের নামে নিবন্ধ করেছেন। দুই ক্ষেত্রেই দলের সবচেয়ে ভরসাযোগ্য পেসার কোনো উইকেট পাননি এবং অকাতরে রান বিলিয়েছেন। [ভুবনেশ্বর কুমার (৪-০-৫২-০), নাসিম শাহ (৪-০-৪১-০)]

তবে দুই দলের গতকালের ম্যাচে কিছু অমিলও ছিল। ভারতের ম্যাচটি হয়েছিল হাই স্কোরিং ম্যাচ। ২০০-র বেশি রানও যেখানে ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না। ভারত প্রথম ইনিংসে ২০৮ রান তুলেও জিততে পারেনি। অপরদিকে পাকিস্তানের ম্যাচটি ছিল লো স্কোরিং ম্যাচ। মাত্র ১৫৮ রান তুলেও ম্যাচের শেষ ওভার অবধি লড়াই নিয়ে গিয়েছিল পাকিস্তান। তবে একটা ব্যাপার পরিষ্কার। তা হলো ভারত ও পাকিস্তান দুই দলই দ্বিতীয় ম্যাচে মরণ কামড় দিয়ে সিরিজে সমতা ফেরানোর চেষ্টা করবে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর