বাংলা হান্ট ডেস্ক: দিল্লিতে (New Delhi) একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ৪ জনের। আহত ২ জন। রাস্তার ধারের ডিভাইডারে ঘুমিয়ে ছিলেন ৬ জন। তখনই দ্রুতগামী একটি ট্রাক তীব্র গতিতে সেই ডিভাইডারে এসে ধাক্কা মারে। ভয়াবহ এই ঘটনায় ৪ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়াও ২ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ১টা বেজে ৫১ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটেছে। দিল্লির সীমাপুরীতে ডিটিসি ডিপোর সিগন্যাল পার হওয়ার সময় রাস্তার পাশের ডিভাইডারে ঘুমন্ত ব্যক্তিদের উপর দিয়ে চলে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। বাকিদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে ১ ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়।
চতুর্থ ব্যক্তি চিকিৎসা চলাকালীন মারা যায়। এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জানা গিয়েছে, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ট্রাক চালক ঘটনাস্থল থেকে ট্রাক নিয়ে পালিয়ে গিয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।
নিহতরা হলেন ৫২ বছর বয়সী করিম, ২৫ বছরের এক যুবক ছোট খান, ৩৮ বছর বয়সী শাহ আলম এবং ৪৫ বছরের এক ব্যক্তি বাহুল। এছাড়াও এই দুর্ঘটনায় আহতরা হলেন ১৬ বছর বয়সী মনীশ এবং ৩০ বছর বয়সী প্রদীপ। এর মধ্যে করিম, ছোট খান ও শাহ আলম নিউ সীমাপুরী এলাকার বাসিন্দা ছিলেন।
রাহুল শাহিবাবাদের শালিমার গার্ডেনের বিক্রম এনক্লেভের বাসিন্দা। আহত মনীশও শাহিবাবাদের বাসিন্দা। অন্যদিকে প্রদীপ দিল্লির তাহিরপুর গ্রামের বাসিন্দা। ঘাতক ট্রাকটির খোঁজে একাধিক টিম গঠন করা হয়েছে পুলিশের তরফে। ইতিমধ্যেই এই ঘটনা সংক্রান্ত একটি মামলাও দায়ের করা হয়েছে থানায়।