বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel) নতুন দর প্রকাশ করেছে তেল সংস্থাগুলি। এমতাবস্থায়, নতুন দাম অনুযায়ী আজকেও জ্বালানির দামে কোনোরকম হেরফের পরিলক্ষিত হয়নি। যদিও, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ধারাবাহিকভাবে কমছে। পাশাপাশি, গত মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম কমেছে প্রায় ১.৫ শতাংশ।
এদিকে, গত চার মাস যাবৎ পেট্রোলের দামে তেমন কোনো পরিবর্তন ঘটেনি। এমতাবস্থায়, নতুন করে পেট্রোলের দাম বৃদ্ধি না হওয়ায় কিছুটা স্বস্তিতে রয়েছেন গ্রাহকেরা। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতে পেট্রোল-ডিজেলের দাম ডায়নামিক সিস্টেমের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। যার ফলে জ্বালানির দামে বদল ঘটতে থাকে। এদিকে, প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল এবং ডিজেলের নতুন দর প্রকাশিত হয়ে যায়।
প্রসঙ্গত উল্লেখ্য যে, জ্বালানির দামের ওঠানামা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। মূলত, টাকা এবং ডলারের এক্সচেঞ্জ রেট, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, জ্বালানির চাহিদা ইত্যাদির উপর নির্ভর করে দাম নির্ধারিত হয়। এমতাবস্থায়, যখন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের দেশেও দাম বৃদ্ধি ঘটে জ্বালানির।
জেনে নিন দেশের প্রধান প্রধান শহরগুলিতে কোথায় দাঁড়িয়ে রয়েছে জ্বালানির মূল্য:
১. দিল্লিতে প্রতি লিটার পেট্রোল এবং ডিজেলের দাম হল যথাক্রমে ৯৬.৭২ টাকা এবং ৮৯.৬২ টাকা।
২. মুম্বাইতে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০৬.৩১ টাকায়। পাশাপাশি, সেখানে প্রতি লিটার ডিজেলের দাম হল ৯৪.২৭ টাকা।
৩. চেন্নাইতে পেট্রোলের দাম হল প্রতি লিটারে ১০২.৬৩ টাকা। পাশাপাশি, প্রতি লিটার ডিজেলের দাম হল ৯৪.২৪ টাকা।
৪. কলকাতায় প্রতি লিটার পেট্রোল এবং ডিজেলের দাম হল যথাক্রমে ১০৬.০৩ টাকা এবং ৯২.৭৬ টাকা।
৫. নয়ডায় প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ৯৬.৫৭ টাকায়। পাশাপাশি, সেখানে প্রতি লিটার ডিজেলের দাম হল ৮৯.৯৬ টাকা।
৬. লখনউতে পেট্রোলের দাম হল প্রতি লিটারে ৯৬.৫৭ টাকা। এদিকে, প্রতি লিটার ডিজেলের দাম হল ৮৯.৭৬ টাকা।
৮. জয়পুরে প্রতি লিটার পেট্রোল এবং ডিজেলের দাম হল যথাক্রমে ১০৮.৪৮ টাকা এবং ৯৩.৭২ টাকা।
দেশের মধ্যে সবচেয়ে সস্তায় তেল পাওয়া যায় এখানে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আন্দামান ও নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারে সবচেয়ে সস্তায় জ্বালানি পাওয়া যাচ্ছে। সেখানে প্রতি লিটার পেট্রোলের দাম হল ৮৪.১০ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম হল ৭৯.৭৪ টাকা।
আপনার শহরে পেট্রোল এবং ডিজেলের দর জানুন এভাবে: এবার আপনি নিজেই আপনার শহরে পেট্রোল এবং ডিজেলের দাম জানতে পারবেন। এর জন্য আপনাকে শুধুমাত্র একটি SMS করতে হবে। আপনি যদি একজন BPCL গ্রাহক হন, সেক্ষেত্রে পেট্রোল এবং ডিজেলের দাম চেক করতে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে SMS পাঠান। পাশাপাশি, ইন্ডিয়ান অয়েলের (IOC) গ্রাহকরা 9224992249 নম্বরে RSP<ডিলার কোড> লিখে SMS করতে পারেন। এছাড়াও, HPCL গ্রাহকেরা HPPRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে SMS পাঠাতে পারেন।