গোটা সংসারের দায়িত্ব তাঁর কাঁধে, সিনেমার আশায় বসে না থেকে আবার সিরিয়ালেই ফিরছেন শ্বেতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সাফল‍্যের ডানায় ভর দিয়ে উড়ছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। ছোটপর্দা থেকে বড়পর্দায় নায়িকা হিসাবে উত্থান হয়েছে তাঁর। তাও আবার সুপারস্টার দেবের বিপরীতে। সঙ্গে মেগাস্টার মিঠুন চক্রবর্তীর সঙ্গেও অভিনয়ের সুযোগ। এমন সৌভাগ‍্য কতজনের হয়?

তাই জন্মদিনে চুটিয়ে সেলিব্রেশনে মেতেছেন শ্বেতা। আজ, ২১ সেপ্টেম্বর আরেক বছর বয়স বাড়ল তাঁর। সংবাদ মাধ‍্যমকে জানান, পোলাও দিয়ে দিন শুরু করেছেন। শেষ করার ইচ্ছা বিরিয়ানি দিয়ে। ‘প্রজাপতি’ ছবির শুটিং ইতিমধ‍্যেই শেষ। আপাতত তেমন কাজের চাপও নেই শ্বেতার। ছবির ডাবিং পর্ব শুরু হবে কিছুদিন পর। তাই এ বছর জন্মদিনটা বাড়িতেই কাটছে শ্বেতার।

অভিনেত্রী জানান, এই বিশেষ দিনটা তিনি শুধু নিজের পরিবারের সঙ্গেই কাটাতে চান। আর কোনো কাজ রাখতে চান না। এরপর অবশ‍্য আবার ব‍্যস্ততা শুরু হবে শ্বেতার। বড়পর্দায় পা রাখলেও ছোটপর্দা ছাড়তে রাজি নন তিনি। তাঁর স্পষ্ট কথা, সংসারের দায়িত্ব তাঁর কাঁধের উপরে। আবার সিনেমার সুযোগ কবে আসবে না আসবে তার উপরে ভরসা করে বসে থাকলে চলবে না।

খবর শোনা গিয়েছিল, স্নেহাশিষ চক্রবর্তীর এতদিনের প্রযোজনা সংস্থা ছেড়ে নাকি সুশান্ত দাসের প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত হতে চলেছেন তিনি। শ্বেতার নাকি অভিযোগ, তাঁর একই ধরণের গল্পে অভিনয় করতে আর ভাল লাগছে না। তাই সুশান্ত দাসের প্রযোজনায় নতুন সিরিয়ালে অভিনয় করতে চলেছেন তিনি।

কিন্তু এই অভিযোগ সমূলে নস‍্যাৎ করে দিয়েছেন শ্বেতা। তাঁর পালটা দাবি, এমন কথা তিনি কখনো বলতেই পারেন না। স্নেহাশিষ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার হাত ধরেই তিনি অভিনয়ে এসেছেন, জনপ্রিয়তা পেয়েছেন। আর যাই হোক, তিনি অকৃতজ্ঞ নন। তিনি নিজেই বলেছিলেন জি বাংলা চ‍্যানেল কর্তৃপক্ষকে যে তিনি সিরিয়াল করতে চান। তবে শোনা যাচ্ছে, এখনো পর্যন্ত চূড়ান্ত কিছুই হয়নি। টাকা পয়সা নিয়ে আলোচনা চলছে।

সম্পর্কিত খবর

X