বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে হারের মুখ দেখেছেন রোহিত শর্মারা। প্রথমে ব্যাট করে পাহাড় সমান রানের লক্ষ্যমাত্রা দিয়েও অজিদের আটকাতে পারেননি ভারতীয় বোলাররা। যদিও একইভাবে মার খেয়ে ছিলেন অস্ট্রেলিয়ান বোলাররাও। অনেকেই বলছেন যে বোলারদের দোষ দিয়ে লাভ নেই, মোহালির মাঠে রান তাড়া করতে থাকা দল সবসময় একটা বাড়তি সুবিধা পেয়ে থাকে। কিন্তু মোহালিতে প্রথমে ব্যাট করে ম্যাচ জিততে গেলে প্রত্যেক ব্যাটারকে গুরুত্বপূর্ণ যোগদান দিতে হবে।
কিন্তু কালকে ভারতীয় দল যখন ব্যাট করতে নামে তখন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শেষের দিকে দীনেশ কার্তিক ও অক্ষর প্যাটেল মিলে মোট ২৬ বল খেলে তাতে ২৫ রান করেছিলেন। লোকেশ রাহুল হার্দিক পান্ডিয়া সূর্যকুমার যাদবরা যেখানে মারকাটারি ইনিংস খেলেছিলেন সেখানে এই চার ক্রিকেটারকে ব্যাট করতে গিয়ে কিছুটা সমস্যায় পড়তে দেখা যায়। অনেকেই বলছেন যে এই ২৬ বলে ২৫ রানের বদলে যদি ৩৫ রান আসতো, তাহলে ভারতেই হয়তো শেষ পর্যন্ত ম্যাচটি জিতে যেত।
এই প্রসঙ্গেই অনেকে টেনে আনছেন রিশভ পন্থের নাম। অনেকে বলছেন শেষ কিছু সুযোগে দীনেশ কার্তিক ব্যর্থ হলেও এশিয়া কাপের প্রথম ম্যাচে এবং এই সিরিজের প্রথম ম্যাচে রিশভকে ড্রেসিংরুমে রেখে মাঠে নেমেছে ভারতীয় দল। পন্থ যে আহামরি ফর্মে রয়েছে এমন নয় কিন্তু দীনেশ কার্তিকও খুব একটা ভালো ছন্দে নেই।
এবার এই ব্যাপারে মুখ খুলেছেন প্রাক্তন তারকা অসি ওপেনের ম্যাথু হেডেন। তিনি বলেছেন যদি তিনি ভারতীয় ম্যানেজমেন্টের হয়ে দল নির্বাচন করতেন তাহলে পন্থ প্রতিবার যে কোনও ফরম্যাটে তার দলের প্রথম একাদশে জায়গা পেতেন। রিশভই যে ভারতের ভবিষ্যৎ এবং তাকে কেন্দ্র করেই ভারতীয় দলের পরিকল্পনা করা উচিত সেই কথা তিনি সাফ জানিয়ে দিয়েছেন।
সেই সঙ্গে সঙ্গে নিজের দলের তরুণ ক্রিকেটারদের প্রশংসাও করেছেন তিনি। চলতি সফরে অস্ট্রেলিয়া দল ডেভিড ওয়ার্নার, মার্কাস স্টোইনিস, মিচেল স্টার্ক এবং মিচেল মার্শের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছেন। কিন্তু তাদের বদলে দলে আসা টিম ডেভিড, ইঙ্গলিশ, গ্রিনরা যে এক একজন ম্যাচ উইনার, সেই ব্যাপারে তিনি নিশ্চিত বলে জানিয়েছেন ম্যাথু হেডেন।