বাংলাহান্ট ডেস্ক : ভিলাই 3-এর গণিয়ারিতে হাই টেনশন লাইনের টাওয়ারে উঠে পড়লেন এক যুবক। ওই যুবককে নামাতে পুলিশকে রীতিমত নাস্তানাবুদ হতে হয়। জানা যাচ্ছে যুবকটি তার স্ত্রীকে নিতে শশুরবাড়ি এসেছিলেন, কিন্তু তার শ্বশুর তার মেয়েকে যেতে দেয়নি। এর পরে, যুবকটি 75 ফুট উঁচু টাওয়ারে প্রায় 70 ফুট উচ্চতা পর্যন্ত উঠে পড়েন।
জানা গেছে ঘটনাটি পুরানো ভিলাই থানার অন্তর্গত গণিয়ারি গ্রামের। যুবকের নাম হরিলাল পারধি। হরিলাল এখানে রীতিমতো শোলে ছবির ধর্মেন্দ্র হয়ে ওঠেন! প্রথমে শ্বশুরবাড়ির লোক ও গ্রামবাসীরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করেন। কিন্তু কিছুতেই কাজ না হলে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। এরপর ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।
সূত্রের খবর, হরিলাল পারধি দেবগাঁও খরোরা রায়পুরের বাসিন্দা। তার বিয়ে হয়েছিল গণিয়ারী গ্রামের এক মেয়ের সাথে। সম্প্রতি তাঁর স্ত্রী বাপের বাড়ি যান। আজ সকালে হরিলাল তার স্ত্রীকে নিতে শশুরবাড়ি পৌঁছালে তার শ্বশুর তার মেয়েকে পাঠাতে রাজি হননি। তারপর হরিলাল রেগে গিয়ে উঠে পড়েন হাই টেনশন লাইনের টাওয়ারে।
খবর পেয়ে পুরাতন ভিলাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। তাদের হাজার বোঝানোতেও কাজ হয়নি।এরপর পুলিশ হরিলালকে তার স্ত্রীকে ফেরত পাঠানোর আশ্বাস দিলে হরিলাল নেমে আসেন। টাওয়ার থেকে নামার পর ভিলাই পুলিশ হরিলালকে নিয়ে থানায় যায়।এক্ষেত্রে শ্বশুরবাড়ির লোকজনকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে। কোন কারণে হরিলালের শশুর তার মেয়েকে স্বামীর ঘরে ফিরতে দেননি সেই বিষয়টি পুলিশ খতিয়ে দিচ্ছে।