কাল স্মিথ আউট হওয়ার পর তাকে ব্যঙ্গ করে ক্রিজ ছাড়তে বলেন রোহিত, ভাইরাল সেই ঘটনার ভিডিও

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল মোহালিতে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করছিলেন স্টিভ স্মিথ। কিন্তু উমেশ যাদবের দ্বিতীয় ওভারে প্রথম দুই বলে ১০ রান করার পরেও তৃতীয় বলে ঝুঁকি নিয়ে একটি অদ্ভুত শট খেলতে গিয়ে ভারতের উইকেটরক্ষক দীনেশ কার্তিকের হাতে ক্যাচ দিয়ে তিনি যখন আউট হন, তখন মাঠে বেশ নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রথমে স্মিথকে আউট দেননি অন-ফিল্ড আম্পায়ার। কিন্তু রোহিত শর্মা যখন রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন, তখন থার্ড আম্পায়ার তাকে আউট বলে জানান। কিন্তু স্টিভ স্মিথ মানতে প্রস্তুত ছিলেন না যে তার ব্যাটের সাথে বলের সংযোগ ঘটেছে। স্মিথ ক্রিজ ছাড়তে রাজি ছিলেন না এবং এই সমস্ত নাটকীয়তার মাঝে, ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা হেসে ওঠে তাকে ব্যঙ্গ করে মাঠ ছাড়ার ইঙ্গিত করেন। তারপর মাঠ ছাড়েন স্মিথ এবং সোশ্যাল মিডিয়ায় রোহিতের এই প্রতিক্রিয়া এখন মারাত্মকভাবে ভাইরাল হচ্ছে।

ওই ওভারে পর পর স্মিথ ও ম্যাক্সওয়েলের উইকেট তুলে ভারতকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন উমেশ। আউট হওয়ার আগে অবশ্য ভালোই ব্যাটিং করছিলেন প্রাক্তন অজি অধিনায়ক। কাল স্টিভ স্মিথ ২৪ বল খেলে ৩৫ রান করার পর উমেশ যাদবের শিকার হয়েছিলেন।

কাল অস্ট্রেলিয়ার কাছে হারের মুখ দেখতে হয়েছে ভারতীয় দলকে। প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ২০৮ রান তুলেছিল ভারতীয় দল। অর্ধশতরান করেছিলেন লোকেশ রাহুল এবং হার্দিক পান্ডিয়া। দুর্দান্ত ব্যাটিং করেছিলেন সূর্যকুমার যাদবও। রোহিত এবং বিরাট কোহলি ব্যর্থ হলেও ভারত ২০০ রানের গণ্ডি পার করতে পেরেছিল। ২০তম ওভারের শেষ তিনটি বলে তিনটি ছক্কা মেরে দুশোর গণ্ডি পার করতে ভারতকে সাহায্য করেন পান্ডিয়া।

কিন্তু তাতে শেষপর্যন্ত লাভ হয়নি। প্রথম থেকেই অত্যন্ত আগ্রাসী মেজাজে ব্যাটিং শুরু করেছিলেন অস্ট্রেলিয়ার ওপেনাররা। মাঝে অক্ষর প্যাটেলের দুরন্ত বোলিংয়ের দৌলতে রান কিছুটা আটকালেও এবং কয়েকটি উইকেট উঠলেও শেষ পর্যন্ত থামানো যায়নি অজিদের। ভারতীয় পেসারদের ব্যর্থতায় ৪ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা।

X