পুজোর আগে ঘরের ছেলেকেই হেনস্থা! সার্কিট হাউজে থাকতে দেওয়া হল না মিঠুনকে, ক্ষুব্ধ বিজেপি

বাংলাহান্ট ডেস্ক: পুজোর আগে ঘরের ছেলে ঘরে ফিরল। তিন দিনের বঙ্গ সফরে এলেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। রাজনৈতিক অরাজনৈতিক মিশিয়ে একাধিক কার্যক্রম নিয়ে বাংলায় এসেছেন মিঠুন। শুক্রবারই পৌঁছেছেন তিনি। আর পা রাখা মাত্রই হেনস্থার মুখে পড়লেন মিঠুন। সার্কিট হাউজ থেকে খালি হাতে ফিরতে হল তাঁকে।

বিজেপির প্রাক পুজো বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি উত্তরবঙ্গ জুড়ে বেশ কিছু পুজো উদ্বোধন করার কথা রয়েছে মিঠুনের। শুক্রবারই তিনি বা‌ংলায় এসে পৌঁছেছেন বলে খবর। শনিবার উত্তর ও দক্ষিণ কলকাতায় বিজেপির সম্মিলনীতে যোগ দেবেন। তারপর রওনা হবেন বালুরঘাট।

Mithun bjp 1
বালুরঘাটে সুকান্ত মজুমদারের দূর্গাপুজোর উদ্বোধন করবেন মিঠুন। পাশাপাশি হুগলি, বর্ধমানেরও বেশ কিছু জায়গার পুজো উদ্বোধন করবেন মহা তারকা। উত্তর দিনাজপুরে সার্কিট হাউসে মিঠুনের থাকার বন্দোবস্ত হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে অনুমতি বাতিল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

বিজেপির রাজ‍্য সভাপতি সুকান্ত মজুমদার হতাশা ও ক্ষোভ উগরে দিয়ে বলেন, সার্কিট হাউজে থাকতে দেওয়ার অনুমতি যারা দেন তারা শেষ মুহূর্তে জানান যে দেওয়া হবে না। সুকান্ত মজুমদারের কটাক্ষ, বিনাশকালে এসব হয়। মিঠুনদাকে যারা রাজনৈতিক ব‍্যক্তিত্বের তকমা দিতে চান তারা বাংলা ও বাঙালির সংষ্কৃতি, মিঠুন চক্রবর্তীকে নিয়ে বাঙালির যে আবেগ সেটাকে যেন না ভোলেন, বক্তব‍্য সুকান্ত মজুমদারের।

সেই সঙ্গে তিনি আরো বলেন, মিঠুন চক্রবর্তী বাংলার অন‍্যতম শ্রেষ্ঠ সন্তা‌ন‌। এতগুলো জাতীয় পু্রস্কার পেয়েছেন। সেই সঙ্গে উনি এক সময় রাজ‍্যসভার সাংসদও ছিলেন‌। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁর সঙ্গে যেটা করা হল সেটা অত‍্যন্ত লজ্জার এবং দূর্ভাগ‍্যজনক বলে মন্তব‍্য করেন সুকান্ত মজুমদার।

Niranjana Nag

সম্পর্কিত খবর