বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে ফের একবার তোপ দাগলেন বিজেপি (Bharatiya Janata Party) নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। একইসঙ্গে দলীয় কর্মসূচিতে যোগদান করে শতাব্দী রায় (Shatabdi Roy) এবং আশিস বন্দ্যোপাধ্যায়ের (Asish Banerjee) বিরুদ্ধে এদিন চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনেন আসানসোলের (Asansol) এই বিজেপি নেতা। যদিও তাঁর মন্তব্যের পাল্টা দিতে বেশি সময় নেয় নি ঘাসফুল শিবির।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের ঠিক আগের মুহূর্তে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন জিতেন্দ্র তিওয়ারি। পরবর্তীতে বিজেপির টিকিটে লড়াই করলেও পরাজয় জোটে তাঁর ভাগ্যে! এরপর একাধিকবার নিজের পুরনো দলে প্রত্যাবর্তনের জল্পনা সৃষ্টি হলেও বর্তমানে বিজেপির একজন সাধারণ নেতা হিসেবে রয়ে গিয়েছেন তিনি। যদিও মাঝেমধ্যেই শাসক দলের বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দিতে দেখা যায় জিতেন্দ্রকে।
এদিন মুরারইতে দলীয় একটি কর্মসূচিতে যোগদান করে শতাব্দী রায় এবং আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন জিতেন্দ্র। তাঁর দাবি, “বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে তৃণমূল করে চলেছেন শতাব্দী রায় এবং আশিস বন্দ্যোপাধ্যায়।” এমনকি, প্রকাশ্যে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরোধিতা করার চ্যালেঞ্জও ছুড়ে দেন জিতেন্দ্র তিওয়ারি।
এদিন বিজেপি নেতা বলেন, “তৃণমূলে থাকা সত্ত্বেও বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে শতাব্দী এবং আশিস। যদি একথা মিথ্যে হয়, তাহলে ওরা প্রকাশ্যে বলুক যে, অনুব্রত মণ্ডলকে সমর্থন করে না।” প্রসঙ্গত, সম্প্রতি গরু পাচার মামলায় তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে ইডি। এক্ষেত্রে অতীতে অনুব্রতর সঙ্গে শতাব্দী এবং আশিস বন্দ্যোপাধ্যায়, দুজনেরই বেশ কিছু বিষয় নিয়ে দ্বন্দ্ব লাগে বলেও খবর সামনে আসতে থাকে। সেই বিষয়টিকে সামনে এনেই এদিন জিতেন্দ্র তিওয়ারি এহেন মন্তব্য করেছেন বলে মত বিশেষজ্ঞদের।
তবে অপরদিকে, বিজেপির নেতার দাবি খারিজ করে দিয়েছে তৃণমূল শিবির। সম্প্রতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে শতাব্দী রায় বলেন, “যে মানুষটার কাছে আমরা সাহায্য পেয়েছি, তার যখন অসুবিধা হয়েছে, তখন পাশে থাকতে হবে। আমরা সবাই অনুব্রত মণ্ডলের পাশে রয়েছি।” একইসঙ্গে এদিন জিতেন্দ্র তিওয়ারির মন্তব্য প্রসঙ্গে আশিস বন্দ্যোপাধ্যায় জানান, “মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামত আমাদের পথ। উনি অনুব্রত মণ্ডলকে বীরের মর্যাদা দিয়ে জেল থেকে নিয়ে আসতে বলেছেন। আমরা তাঁর সঙ্গেই রয়েছি।”
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!