বাংলা হান্ট ডেস্কঃ একের পর এক চাকরিপ্রার্থীদের আত্মহত্যা করার ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। একদিকে যখন নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় জেরবার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress), সেই মুহূর্তে দাঁড়িয়ে তাদের মৃত্যু ঘিরে রহস্য ঘনীভূত হওয়ার জেরে অস্বস্তি ক্রমাগত বেড়েই চলেছে। মুর্শিদাবাদ, নদিয়া এবং বাদুড়িয়া এলাকায় মোট পাঁচজনের রহস্য মৃত্যু ঘিরে ইতিমধ্যেই উঠে গিয়েছে একাধিক প্রশ্ন চিহ্ন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এসএসসি থেকে শুরু করে প্রাথমিক টেট এবং অন্যান্য একাধিক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় কোণঠাসা তৃণমূল কংগ্রেস। একদিকে যখন এই সকল মামলায় সিবিআই এবং ইডি জিজ্ঞাসাবাদ করে চলেছে, আবার অপরদিকে আন্দোলন ক্রমাগত বৃদ্ধি করে চলেছে বঞ্চিত চাকরিপ্রার্থীরা। ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় এবং অন্যান্য একাধিক শিক্ষা আধিকারিক গ্রেফতার হয়েছেন। এই পরিস্থিতিতে বাদুড়িয়ার এক চাকরিপ্রার্থীর মৃত্যুর ঘটনায় বিতর্ক বহুগুনে বৃদ্ধি পেয়েছে।
সম্প্রতি, মুর্শিদাবাদে মৃন্ময় এবং নদিয়া জেলার দিব্যেন্দু নামে চাকরিপ্রার্থীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র আর এর মাঝেই এবার উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়ায় টেট চাকরি প্রার্থীর মৃত্যুতে সেই চাঞ্চল্য বহুগুনে বৃদ্ধি পেল। গত শুক্রবার বনগাঁ এলাকার ঠাকুরনগর এবং চাঁদপাড়া স্টেশনের মধ্যবর্তী রেললাইন থেকে রাজু গাজি নামে ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। ইতিমধ্যেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র।
এক্ষেত্রে এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে খুন, তা নিয়ে জল্পনার সৃষ্টি হয়েছে। এই প্রসঙ্গে এক চাকরিপ্রার্থী বলেন, “হাইকোর্টে মামলা চলা সত্বেও আমরা এখনো পর্যন্ত চাকরির ইন্টারভিউয়ের জন্য কোন রকম ডাক পেলাম না। পাশ করা সত্ত্বেও চাকরি মেলেনি। কত রাজুকে আর হারিয়ে যেতে হবে, সে প্রসঙ্গে কোন ধারণা নেই।”
কে এই রাজু? সূত্রের খবর, ২০১৭ সালে প্রাথমিক টেট পরীক্ষায় অংশগ্রহণ করে ওই যুবক। পরবর্তীতে এক নম্বরের জন্য তাকে ফেল করিয়ে দেওয়া হয়। যদিও এক্ষেত্রে দুর্নীতির অভিযোগই সামনে এসেছে। আর এবার যুবকের মৃত্যুর ঘটনা একাধিক রহস্যের সৃষ্টি করেছে।