বাংলাহান্ট ডেস্ক : বাজারে অনেক টেলিকম কোম্পানি রয়েছে যারা তাদের গ্রাহকদের জন্য নিত্যনতুন প্ল্যান আনছে। এই বেসরকারি সংস্থাগুলির মধ্যে রয়েছে Airtel, Jio, Vodafone Idea। তাদের রিচার্জ প্ল্যান গুলি ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয়।
অন্যদিকে, আমরা যদি সরকারি টেলিকম কোম্পানির কথা বলি, তাহলে দুটি কোম্পানি বাজারে ব্যবহারকারীদের জন্য আরও ভালো প্ল্যান নিয়ে এসেছে। বিএসএনএল এবং মহানগর টেলিফোন নিগম লিমিটেড (এমটিএনএল), উভয়েই রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম কোম্পানি।এই কোম্পানিদুটির মধ্যে আজ আমরা MTNL এর প্ল্যান সম্পর্কে কথা বলব যা আপনাকে হতবাক করে দেবে।
MTNL 47 টাকার প্ল্যান: MTNL তার ব্যবহারকারীদের জন্য 47 টাকার প্ল্যান নিয়ে এসেছে। কোম্পানির এই সস্তা প্ল্যানে ব্যবহারকারীরা 90 দিনের বৈধতা পাবেন। যারা তাদের সিমকে দীর্ঘ সময়ের জন্য চালু রাখতে চান তাদের জন্য এই প্ল্যানটি দুর্দান্ত লাভদায়ক হতে পারে। সিম এক্সটেনশন ছাড়াও এই প্ল্যানে 500টি ফ্রি SMS সুবিধা পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে গ্রাহকদের কলিং এবং ডেটা সুবিধা দেওয়া হয় না। একাধিক ফোন ব্যবহারকারীদের জন্য এই প্ল্যানটি একটি ভাল বিকল্প।
বাজারে অনেক বড় টেলিকম কোম্পানি রয়েছে। রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, বিএসএনএল তাদের সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার জন্য পরিচিত। কিন্তু তাদের কাছেও এমন কোনো রিচার্জ প্ল্যান নেই। অনেক সময় ব্যবহারকারীরা এই ধরনের প্ল্যান খুঁজে থাকেন যাতে খরচ কম হয়। এমটিএনএল এই ধরনের ব্যবহারকারীদের জন্য সেরা প্ল্যান চালু করেছে। এখন দেখার বিষয় আগামী সময়ে এই প্ল্যানের আদলে অন্যান্য টেলিকম সংস্থাগুলিও এমন প্ল্যান নিয়ে আসে কিনা।