পাক প্রধানমন্ত্রীর অডিও ক্লিপ ফাঁস, নতুন অভিযোগে বিদ্ধ শরিফ! টেপের দাম উঠল ৩ কোটি

বাংলাহান্ট ডেস্ক : দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এল শাহবাজ শরিফের (Shahbaz Sharif) বিরুদ্ধে। জানা যাচ্ছে ক্ষমতা প্রয়োগ করে নিজের এক আত্মীয়কে কোনও এক সরকারি পরে বসিয়েছেন তিনি। পাকিস্তানের (Pakistan) এক সরকারি আধিকারিকের সঙ্গে তাঁর ফোনে কথপোকথনের একটি অডিপ ক্লিপ ভাইরাল হয়ে যায়। এই বিষয়েই শরিফকে নিশানা করা শুরু করেছে ইমরান খানের (Imran Khan) দল পিটিআই (PTI)। পাকিস্তানের তারিখ ই ইনসাফ দলের নেতা ফওয়াদ চৌধুরী নিজের টুইটার হ্যান্ডেল থেকে একটি ২ মিনিটের অডিও ক্লিপ পোস্ট করেছেন। তিনি এই পোস্টে দাবি করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশের স্বার্থের আগে নিজের পরিবারের স্বার্থের কথা চিন্তা করেন।

অডিও ক্লিপে একজন ব্যক্তির কণ্ঠস্বর শোনা যাচ্ছে। ওই কণ্ঠস্বর শহবাজ শরিফের বলে দাবি করছে পিটিআই। ভাইরাল হওয়া হওয়া ওই ক্লিপে বলা হচ্ছে, ‘মারিয়ম নওয়াজ শরিফ আমাকে ভারত থেকে বৈদ্যুতিন যন্ত্র আমদানি করার বিষয়ে সাহায্য জামাতা রাহিলকে সাহায্য করতে বলেছে।’ এরপর পাকিস্তানের ওই আধিকারিক বলেন ‘যাদি আমরা এটা করি তাহলে এই বিষয়টা ক্যাবিনেট এবং ইসিসি-র কাছে যাবে। তাহলে আমাদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে।’ এর পরই প্রধানমন্ত্রী বলেন, ‘জামাতা মারিয়ম নওয়াজের খুবই প্রিয়। এই ব্যাপারে তিনি অনেক করে বলেছেন।’

শাহবাজ শরিফ ওই আধিকারিকের সঙ্গে এই বিষয়ে একমত হন যে এই বিষয়ে বিতর্ক হবেই। মরিয়ম নওয়াজের মেয়ে মেহেরুন্নিসার সঙ্গে ২০১৫ সালের ডিসেম্বরে শিল্পপতি চৌধুরী মুনীরের ছেলে রাহিলের বিয়ে হয়। এই মারিয়ম হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে। অডিও ক্লিপটির শেষে পাকিস্তানের প্রাক্তন প্রধান বিচারপতি মকবুল বাকিরের কথাও উঠে আসে।

এছাড়া এই অডিও ক্লিপে দু’জন সাংবাদিকদের নামও উঠে আসে। এখানে এনএবি অধ্যক্ষ পদের জন্য বিচারপতি মকবুল বাকিরের নাম না বলার জন্য বলা হয়। এরপর ওই পাকিস্তানি আধকারিক এনএবির প্রাক্তন প্রধান জাভেদ ইকবালের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের ওই আধিকারিকের কথপোকথন নিয়ে এই মুহুর্তে সরগরম পাক রাজনৈতিক মহল।

Sudipto

সম্পর্কিত খবর