আজ দিল্লিতে হাজিরার নির্দেশ জ্ঞানবন্ত সিংকে, সমন পাঠানো হয়েছে আকাশ মাঘারিয়াকেও

বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় সংস্থার নজরে এবার প্রশাসনিক কর্তারা। কয়লা পাচার মামলায় আজ দিল্লিতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের এক পুলিস কর্তাকে। জিজ্ঞাসাবাদের জন্য আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিংকে দিল্লির ইডির(ED) দফতরে তলব। কয়লা দুর্নীতি (Coal Scam) নিয়ে এই নিয়ে দ্বিতীয় বার দিল্লিতে জ্ঞানবন্ত সিংকে দিল্লিতে ডেকে পাঠাল ইডি।

এর আগে ২২শে আগস্ট প্রথমবার জ্ঞানবন্ত সিং-কে ইডি দিল্লিতে সমন করে। যদিও হাজিরা এড়িয়ে যান এই পুলিস কর্তা। বর্তমানে এডিজি এসটিএফের (ADG of STF) দায়িত্ব সামলাচ্ছেন জ্ঞানবন্ত সিং। এর পাশাপাশি গত পরশুই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় কলকাতা পুলিসের ডিসি সাউথ আকাশ মাঘারিয়াকে।

রাজ্য এসটিএফ-এর এডিজি পদে কর্মরত আছেন জ্ঞানবন্ত সিং। তাঁর কাছ থেকে এই সংক্রান্ত নানান গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে, সেই কারণেই এই তলব। কয়লা পাচার মামলার তদন্তে কোমর বেঁধে লেগেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। মূল অভিযুক্ত লালাকে গ্রেফতার করা হয়েছে অনেক আগেই।

এই মামলায় এর আগেও ৮ আইপিএস-কে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা। আকাশ মাঘারিয়াকেও তলব করেছেন তদন্তকারী আধিকারিকরা। এই সপ্তাহে দু’জনকেই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর কয়লা পাচার মামলায় ইডি দফতরে হাজিরা কলকাতা পুলিশের ডিসি সাউথ আকাশ মাঘারিয়ার। পুরুলিয়ার পুলিস সুপার ছিলেন আকাশ মাঘারিয়া। পাচার নিয়ে তাঁর ভূমিকা কী ছিল, তা জানতেই দিল্লিতে ইডি-র দফতরে এই জিজ্ঞাসাবাদ।

জিজ্ঞাসাবাদের জন্য আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিংকেও ২৮ সেপ্টেম্বর দিল্লি অফিসে তলব। সূত্রের খবর, রাজ্য পুলিসের একাধিক আইপিএস ইতিমধ্যেই দিল্লিতে গিয়ে নিজেদের বয়ান রেকর্ড করেছেন। এই মামলাতে ইতিমধ্যেই মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তল্লাশির পড়ই আবার দিল্লিতে ডাক পরে মলয় ঘটকের।

Sudipto

সম্পর্কিত খবর